ক্রীড়া ডেস্ক
প্রথম ৩ ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন চট্টগ্রামের মোহাম্মদ ইফরান হোসেন। আগের ম্যাচেও ঢাকার বিপক্ষে দলের জয়ে এই পেসার রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আজ শেষ ওভারে তাই ইফরানের ওপরই আস্থা রাখতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছিল না চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী রাব্বির। নির্ভর করার মতো রানও ছিল, শেষ ওভার থেকে জিততে বরিশালের প্রয়োজন ২৫ রান।
কিন্তু চট্টগ্রাম ও ইফরানকে হতাশায় ডুবিয়ে বরিশালের সালমান হোসেন ইমন সেই কাজটি এক হাতেই করলেন। শেষ ওভারে ২৭ রান তুলে টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দিলেন সালমান। তাঁর ২৮ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংসে ছাপিয়ে যায় তামিম ইকবালের ঝোড়ো ৯১ রানের ইনিংসও।
সিলেটে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। তামিমের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের কল্যাণে ৭ উইকেটে ১৮২ রান তোলে তারা। ইফতিখার হোসেন ইফতি ও সালমানের ফিফটিতে চট্টগ্রামের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাড়া করে বরিশাল।
ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওপেনার তামিম ছেলেখেলা শুরু করেন বরিশালের বোলারদের সঙ্গে। শুরুটা করেছিলেন কিছুটা দেখেশুনে। প্রথম ১৯ বলে করেন ২১ রান। অথচ তখন চট্টগ্রামের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। সময়ের সঙ্গে তামিম হতে থাকেন আক্রমণাত্মক। খুলে মারতে থাকেন। ৩৭ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার।
১৬তম ওভারের শেষ দুই বলে কামরুল ইসলাম রাব্বিকে টানা দুটি ছক্কা মারেন তামিম। তিন অঙ্ক ছোঁয়া যখন তামিমের জন্য সহজ মনে হচ্ছিল, তখনই আশাভঙ্গের বেদনায় পুড়তে হয় তাঁকে। ১৭ তম ওভারে বোল্ড হয়ে যান মেহেদী হাসানের বলে। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ৯১ রান। চট্টগ্রাম ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে। বরিশালের মেহেদী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রাব্বি, তানভীর ইসলাম ও মঈনুল ইসলাম।
১৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে বরিশালের শুরুটা হয়েছিল দারুণ। ওপেনিং জুটিতে আব্দুল মজিদ ও ইফতি যোগ করেন ৭২ রান। ইফতি ব্যাট চালিয়ে খেললেও মজিদ ১৯ বলে ১৯ রান করে ফেরেন ৯ম ওভারে। পরের ওভারে ইফরানের তোপেরমুখে ফেরেন ইফতিও। ড্রেসিংরুমে ফেরার আগে খেলেছেন ৩৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৬ রানের দারুণ এক ইনিংস। ভালো শুরুর পরও মাঝপথে খেই হারায় বরিশাল। শামছুল ইসলাম অনিক (১২) ও অধিনায়ক সোহাগ গাজী (১২) ফেরেন দ্রুত।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখেন সালমান। তাঁকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ১৬ বলে ২৬ রানের কার্যকর এক ইনিংস খেলে আউট হন মঈন খান। তবু জয়ের কোনো আশাই ছিল না বরিশালের। শেষ ওভারে প্রয়োজন ২৫ রান! স্ট্রাইকে থাকা সালমান তখন ২১ বলে ২৭ রানে অপরাজিত। পরের দৃশ্যপট একদমই বিপরীত, শেষ ওভারে ছবিটা ঠিক এরকম—০,৬, ৬,৪, ৬ (নো বল), ০, ৪। অর্থাৎ বাউন্ডারিতে ২৬ রান তুললেন সালমান, একটি নো বলসহ ইফরানের সেই ওভারে চট্টগ্রাম নিয়েছে ২৭ রান।
শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে দলের জয় ও নিজের ফিফটি দুটোই নিশ্চিত করে মাঠ ছাড়লেন সালমান। নায়কোচিত ইনিংস খেলে ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন আহমেদ শরীফ।
প্রথম ৩ ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন চট্টগ্রামের মোহাম্মদ ইফরান হোসেন। আগের ম্যাচেও ঢাকার বিপক্ষে দলের জয়ে এই পেসার রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আজ শেষ ওভারে তাই ইফরানের ওপরই আস্থা রাখতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছিল না চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী রাব্বির। নির্ভর করার মতো রানও ছিল, শেষ ওভার থেকে জিততে বরিশালের প্রয়োজন ২৫ রান।
কিন্তু চট্টগ্রাম ও ইফরানকে হতাশায় ডুবিয়ে বরিশালের সালমান হোসেন ইমন সেই কাজটি এক হাতেই করলেন। শেষ ওভারে ২৭ রান তুলে টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দিলেন সালমান। তাঁর ২৮ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংসে ছাপিয়ে যায় তামিম ইকবালের ঝোড়ো ৯১ রানের ইনিংসও।
সিলেটে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। তামিমের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের কল্যাণে ৭ উইকেটে ১৮২ রান তোলে তারা। ইফতিখার হোসেন ইফতি ও সালমানের ফিফটিতে চট্টগ্রামের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাড়া করে বরিশাল।
ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওপেনার তামিম ছেলেখেলা শুরু করেন বরিশালের বোলারদের সঙ্গে। শুরুটা করেছিলেন কিছুটা দেখেশুনে। প্রথম ১৯ বলে করেন ২১ রান। অথচ তখন চট্টগ্রামের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। সময়ের সঙ্গে তামিম হতে থাকেন আক্রমণাত্মক। খুলে মারতে থাকেন। ৩৭ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার।
১৬তম ওভারের শেষ দুই বলে কামরুল ইসলাম রাব্বিকে টানা দুটি ছক্কা মারেন তামিম। তিন অঙ্ক ছোঁয়া যখন তামিমের জন্য সহজ মনে হচ্ছিল, তখনই আশাভঙ্গের বেদনায় পুড়তে হয় তাঁকে। ১৭ তম ওভারে বোল্ড হয়ে যান মেহেদী হাসানের বলে। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ৯১ রান। চট্টগ্রাম ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে। বরিশালের মেহেদী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রাব্বি, তানভীর ইসলাম ও মঈনুল ইসলাম।
১৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে বরিশালের শুরুটা হয়েছিল দারুণ। ওপেনিং জুটিতে আব্দুল মজিদ ও ইফতি যোগ করেন ৭২ রান। ইফতি ব্যাট চালিয়ে খেললেও মজিদ ১৯ বলে ১৯ রান করে ফেরেন ৯ম ওভারে। পরের ওভারে ইফরানের তোপেরমুখে ফেরেন ইফতিও। ড্রেসিংরুমে ফেরার আগে খেলেছেন ৩৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৬ রানের দারুণ এক ইনিংস। ভালো শুরুর পরও মাঝপথে খেই হারায় বরিশাল। শামছুল ইসলাম অনিক (১২) ও অধিনায়ক সোহাগ গাজী (১২) ফেরেন দ্রুত।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখেন সালমান। তাঁকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ১৬ বলে ২৬ রানের কার্যকর এক ইনিংস খেলে আউট হন মঈন খান। তবু জয়ের কোনো আশাই ছিল না বরিশালের। শেষ ওভারে প্রয়োজন ২৫ রান! স্ট্রাইকে থাকা সালমান তখন ২১ বলে ২৭ রানে অপরাজিত। পরের দৃশ্যপট একদমই বিপরীত, শেষ ওভারে ছবিটা ঠিক এরকম—০,৬, ৬,৪, ৬ (নো বল), ০, ৪। অর্থাৎ বাউন্ডারিতে ২৬ রান তুললেন সালমান, একটি নো বলসহ ইফরানের সেই ওভারে চট্টগ্রাম নিয়েছে ২৭ রান।
শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে দলের জয় ও নিজের ফিফটি দুটোই নিশ্চিত করে মাঠ ছাড়লেন সালমান। নায়কোচিত ইনিংস খেলে ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন আহমেদ শরীফ।
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। আজ রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। ফলে
৭ ঘণ্টা আগেটেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয়...
১১ ঘণ্টা আগেউচ্ছ্বসিত একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন লিওনেল মেসি। হাতে অ্যাডিডাসের এক জোড়া বুট। আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে অ্যাডিডাসের সম্পর্ক বেশ পুরোনো। কিন্তু ইনস্টাগ্রামের স্টোরির ছবিটা একটু ভিন্ন প্রসঙ্গেই বোঝা গেল। কারণ, ছবির সঙ্গে ডেভিড বেকহামকে ‘ধন্যবাদ’ জানিয়ে একটা ক্যাপশনও জুড়ে...
১২ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়েছে আজ। কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে শুরুর দিনই মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটা হয়ে
১২ ঘণ্টা আগে