Ajker Patrika

ইউরোপ সফরের জন্য হাসান আলিকে ফেরাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
ইউরোপ সফরের জন্য হাসান আলিকে ফেরাল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোর পথে হাঁটেনি পাকিস্তান। অনেকে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দল দিলেও তারা দ্বিপক্ষীয় সিরিজের দল ঘোষণা করেছে। আজ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে তারা। 

এই দুই সিরিজ শেষেই টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বলে জানিয়েছে পাকিস্তান। আগামী ১ জুন ২০ দলের বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ২৫ মে হওয়ায় সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের দল। দুই সিরিজের জন্য প্রায় ২ বছর পর সংক্ষিপ্ত সংস্করণে হাসান আলিকে ফিরিয়েছে পাকিস্তান। সঙ্গে পাকিস্তান সুপার লিগে চোট পাওয়া হারিস রউফকেও ফিরিয়েছে তারা। 

দুই পেসারকে ফেরানোর বিষয়ে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেছেন, ‘রউফ বোলিং করা শুরু করেছে এবং আমরা যখন ইংল্যান্ডে খেলব তখন সে ম্যাচের জন্য ফিট হয়ে যাবে। ব্যাকআপ হিসেবে হাসান আলিকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে চোট পাওয়া রিজওয়ান এবং মোহাম্মদ ইরফানও দলে জায়গা ধরে রেখেছেন। ১৮ দলের তালিকায় থাকায় সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে অবসর কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে ফেরা মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের। তাঁদের সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা আগা সালমান প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ইউরোপ সফর শুরু করবে পাকিস্তান। ডাবলিনে দুই দলের তিন ম্যাচের সিরিজটি হবে ১০,১২ ও ১৪ মে। আর ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজটি শুরু হবে ২২ মে লিডসে। শেষ ম্যাচটি ৩০ মে ওভালে। 

ইংল্যান্ড সিরিজের মাঝপথেই ৩ জন ক্রিকেটার কমিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করবে পাকিস্তান। বিশ্বকাপের দল নিয়ে পাকিস্তানের সাবেক পেসার এবং প্রধান নির্বাচক রিয়াজ বলেছেন, ‘আমাদের কিছু খেলোয়াড় ফিটনেস সমস্যায় ভুগছে। তবে আশা করছি ইংল্যান্ড সিরিজের মাঝেই বিশ্বকাপের দল চূড়ান্ত করতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত