স্পোর্টস ডেস্ক
আইপিএলে নিজের প্রথম ম্যাচটা ভালো যায়নি মোস্তাফিজুর রহমানের। তাঁর দলও ম্যাচটা জিততে পারেনি। কাল দারুণ বোলিংয়ে নিজেকে ফিরে পেয়েছেন। দিল্লির বিপক্ষে দলও পেয়েছে ২ উইকেটের অসাধারণ এক জয়।
প্রথম ম্যাচের হতাশা ভুলতে মোস্তাফিজুর রহমান নিশ্চয়ই এমন কিছুরই আশা করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল হাতে পান ফিজ। বোলিংয়ে আসতে একটু সময় লাগলেও, উইকেটের সুবাস পেতে সময় নেন চার বল। প্রথম ওভারে ১ রান দিয়ে উইকেটও একটি। চার ওভার শেষে ফিজের বোলিং ফিগারটাও থেকেছে শুরুর মতোই জ্বলজ্বলে।
টস জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন এদিনও ফিন্ডিং করার সিদ্ধান্ত নেন। বোলারদের ওপর আস্থার কথা জানিয়ে রেখেছিলেন টস করার সময়ই। একাদশে দুই বাঁহাতি পেসারের সঙ্গে নতুন করে আরেকজন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের অর্ন্তভুক্তি সে কারণেই। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩৬ রানে দিল্লির ৩ উইকেট নেই। স্যামসনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একে একে তিন উইকেটই নেন উনাদকাট।
সপ্তম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন মোস্তাফিজ। প্রথম বল থেকে ১ রান নিতে পারেন ঋশভ পন্ত। দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেটে মার্কাস স্টয়নিসের অস্বস্তি বুঝতে পারেন ফিজ। চর্তুথ বলে তাই ফিজের ট্রেডমার্ক কাটার। পঞ্চম বলে আবারও কাটার। এবার ফিজের কাটারে বোকা বনে যান এই অস্টেলিয়ান ব্যাটসম্যান। বল তুলে দেন কাভারের দিকে। শর্ট এক্সট্রা কাভার থেকে একটু পেছনে দৌড়ে স্টয়নিসকে তালুবন্দী করেন জস বাটলার। আগের ম্যাচে বাটলারের জন্য উইকেটবঞ্চিত ছিলেন। এদিন বাটলারকে একটা ধন্যবাদ দিতেই পারেন ফিজ!
গোলাপি জার্সিতে প্রথম উইকেটের জন্য ফিজকে ধন্যবাদ দিতে অবশ্য বেশি সময় নেয়নি রাজস্থান। সঙ্গে সঙ্গে ‘পয়লা তে পয়লা, এই তো চাই’ —টুইটে অভিনন্দন জানিয়ে দেয় রাজস্থান। প্রথম ওভার শেষে দেখার মতো ফিজের বোলিং বিশ্লেষণ: ১-০-১-১। ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন। শেষ বলে পান্তের কাছে চার খেয়ে এই ওভারে দেন ৮ রান।
নিজের তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে। এই ওভারে দেন ৮ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিল্লির স্কোর হয় ৬ উইকেটে ১০৭ রান। শেষ ওভার করতে আসেন ইনিংসের ১৯তম ওভারে। মোস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি মারেন টম কারান। দ্বিতীয় বলে দারুণ ডেলিভারিতে তাঁকে বোল্ড করেন ফিজ। এই ওভারে উইকেট পড়ে দুটি। এর মধ্যে রান আউটে কাঁটা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। চার ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান বাঁহাতি এই পেসার। ডট দিয়েছেন ১১টি।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের প্রান্তে নেওয়ার আগ মুহূর্তে ড্রেসিংরুমে ফেরেন ডেভিড মিলার। তার আগে ৪৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। উইকেটে ক্রিস মরিস থাকায় রাজস্থানের জয়ের আশা তখনো মিটিমিটি জ্বলছিল। আগের ম্যাচে তাঁকে স্ট্রাইক না দেওয়ায় কথা উঠছিল। এবার পুরো দায়িত্বটাই তাঁর কাঁধে। শেষ ওভারে ১২ রানের সমীকরণটা তৃতীয়, চতুর্থ বলে দুই ছক্কায় মিলিয়ে দেন মরিস। টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজরা।
আইপিএলে নিজের প্রথম ম্যাচটা ভালো যায়নি মোস্তাফিজুর রহমানের। তাঁর দলও ম্যাচটা জিততে পারেনি। কাল দারুণ বোলিংয়ে নিজেকে ফিরে পেয়েছেন। দিল্লির বিপক্ষে দলও পেয়েছে ২ উইকেটের অসাধারণ এক জয়।
প্রথম ম্যাচের হতাশা ভুলতে মোস্তাফিজুর রহমান নিশ্চয়ই এমন কিছুরই আশা করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল হাতে পান ফিজ। বোলিংয়ে আসতে একটু সময় লাগলেও, উইকেটের সুবাস পেতে সময় নেন চার বল। প্রথম ওভারে ১ রান দিয়ে উইকেটও একটি। চার ওভার শেষে ফিজের বোলিং ফিগারটাও থেকেছে শুরুর মতোই জ্বলজ্বলে।
টস জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন এদিনও ফিন্ডিং করার সিদ্ধান্ত নেন। বোলারদের ওপর আস্থার কথা জানিয়ে রেখেছিলেন টস করার সময়ই। একাদশে দুই বাঁহাতি পেসারের সঙ্গে নতুন করে আরেকজন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের অর্ন্তভুক্তি সে কারণেই। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩৬ রানে দিল্লির ৩ উইকেট নেই। স্যামসনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একে একে তিন উইকেটই নেন উনাদকাট।
সপ্তম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন মোস্তাফিজ। প্রথম বল থেকে ১ রান নিতে পারেন ঋশভ পন্ত। দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেটে মার্কাস স্টয়নিসের অস্বস্তি বুঝতে পারেন ফিজ। চর্তুথ বলে তাই ফিজের ট্রেডমার্ক কাটার। পঞ্চম বলে আবারও কাটার। এবার ফিজের কাটারে বোকা বনে যান এই অস্টেলিয়ান ব্যাটসম্যান। বল তুলে দেন কাভারের দিকে। শর্ট এক্সট্রা কাভার থেকে একটু পেছনে দৌড়ে স্টয়নিসকে তালুবন্দী করেন জস বাটলার। আগের ম্যাচে বাটলারের জন্য উইকেটবঞ্চিত ছিলেন। এদিন বাটলারকে একটা ধন্যবাদ দিতেই পারেন ফিজ!
গোলাপি জার্সিতে প্রথম উইকেটের জন্য ফিজকে ধন্যবাদ দিতে অবশ্য বেশি সময় নেয়নি রাজস্থান। সঙ্গে সঙ্গে ‘পয়লা তে পয়লা, এই তো চাই’ —টুইটে অভিনন্দন জানিয়ে দেয় রাজস্থান। প্রথম ওভার শেষে দেখার মতো ফিজের বোলিং বিশ্লেষণ: ১-০-১-১। ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন। শেষ বলে পান্তের কাছে চার খেয়ে এই ওভারে দেন ৮ রান।
নিজের তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে। এই ওভারে দেন ৮ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিল্লির স্কোর হয় ৬ উইকেটে ১০৭ রান। শেষ ওভার করতে আসেন ইনিংসের ১৯তম ওভারে। মোস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি মারেন টম কারান। দ্বিতীয় বলে দারুণ ডেলিভারিতে তাঁকে বোল্ড করেন ফিজ। এই ওভারে উইকেট পড়ে দুটি। এর মধ্যে রান আউটে কাঁটা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। চার ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান বাঁহাতি এই পেসার। ডট দিয়েছেন ১১টি।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের প্রান্তে নেওয়ার আগ মুহূর্তে ড্রেসিংরুমে ফেরেন ডেভিড মিলার। তার আগে ৪৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। উইকেটে ক্রিস মরিস থাকায় রাজস্থানের জয়ের আশা তখনো মিটিমিটি জ্বলছিল। আগের ম্যাচে তাঁকে স্ট্রাইক না দেওয়ায় কথা উঠছিল। এবার পুরো দায়িত্বটাই তাঁর কাঁধে। শেষ ওভারে ১২ রানের সমীকরণটা তৃতীয়, চতুর্থ বলে দুই ছক্কায় মিলিয়ে দেন মরিস। টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজরা।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে