ভারতের কোচকে নিয়ে তামিমের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০২
Thumbnail image

এই ভালো তো এই খারাপ—কোচদের অবস্থা অনেকটা এমনই। ‘মিউজিক্যাল চেয়ারের’ এই চাকরিতে দল ভালো করলে যেমন প্রশংসার বন্যা বয়ে যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সমালোচনা শুনতেও সময় লাগে না। ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরকে যেন এমনটাই বোঝাতে চাইলেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে রাহুল দ্রাবিড়ের ভারতের প্রধান কোচের মেয়াদ শেষের পর দ্রুতই এই পদে বসেন গম্ভীর। প্রধান কোচ হওয়ার পরই গম্ভীরের পথচলাটা ‘রোলার-কোস্টার যাত্রা’র মতো। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে শুরু। ঠিক তার পরপরই লঙ্কানদের কাছে ওয়ানডে সিরিজ ভারত হেরেছে ২-০ ব্যবধান। এতে করে শ্রীলঙ্কা ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে। স্পিনের সামনে ভারতের ব্যাটারদের অসহায়ত্ব ভালোমতোই ফুটে উঠেছে লঙ্কা সিরিজে।  

অ্যাওয়ে সিরিজ শেষের ৪৩ দিন পর ভারত ঘরের মাঠে খেলতে নেমেছে বাংলাদেশের বিপক্ষে। চেন্নাইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারত ২৮০ রানে হারিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে ভারতকে এক সুখী পরিবারই মনে হচ্ছে। বিরাট কোহলির সঙ্গে আগে ঝামেলা থাকলেও গম্ভীরের এখন তাঁর (কোহলি) সঙ্গে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের বোঝাপড়াটা দারুণ মনে পড়ছে। তবে গম্ভীর এখন যতটা হাসিখুশি, ঠান্ডা মেজাজে আছেন, সেটা ধরে রাখা কঠিন বলে মনে করেন তামিম। কানপুরে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম বলেন, ‘যখন আপনি জিততে থাকবেন, তখন তার আসল চরিত্র বুঝতে পারবেন না। তবে আপনি একটা সিরিজ হারবেন, তারপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসবে। গম্ভীর নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি। কিন্তু ভারত একটা ম্যাচ খারাপ খেললে তখনই বোঝা যাবে।’

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র চলছে। প্রথম দুই চক্রে ভারত রানার্সআপ হয়েছিল। যেখানে ২০২১ সালে ভারতের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী। দ্রাবিড় ছিলেন ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত ভারতীয় দলের কোচ। তামিমকে যে সেটাই মনে করিয়ে দিলেন পার্থিব প্যাটেল, ‘রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর ভারত যে সাফল্য পেয়েছে, আপনি সেটাই টেনে নিয়ে যেতে পারবেন। কোনো কিছু পরিবর্তন না করার সুযোগ আপনার থাকছে। একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে কাজটা নিজের মতো করে করতে হবে।’

কানপুরে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে বৃষ্টির কারণে ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। সে সময় ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীরকে নিয়ে আলোচনা হচ্ছিল তামিম ও পার্থিবের মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত