Ajker Patrika

নিউজিল্যান্ড ম্যাচে ভারত আরও বেকায়দায়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৪: ১১
নিউজিল্যান্ড ম্যাচে ভারত আরও বেকায়দায়

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট হয়ে ভারত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এমনিতেই বেকায়দায়। স্বাগতিকদের ঝামেলা আরও বাড়ল আজ ম্যাচের তৃতীয় দিনে এসে। দুঃসংবাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। 

হঠাৎ চোটে পড়া ঋষভ পন্তকে আজও মাঠে দেখা যাবে না বলে জানিয়েছে বিসিসিআই। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বিসিসিআই লিখেছে, ‘ঋষভ পন্ত তৃতীয় দিনে উইকেটরক্ষকের কাজ করতে পারবেন না। বিসিসিআই মেডিকেল টিম তাঁর ব্যাপার পর্যবেক্ষণ করছে।’ পন্তকে নিয়ে আপডেটের সঙ্গে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের স্কোরকার্ডও দিয়েছে বিসিসিআই। প্রথম ইনিংসে ৮১ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রানে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে নিউজিল্যান্ড। ১২৫ বলে ১০৪ রানে ব্যাটিং করছেন রাচীন রবীন্দ্র। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। টিম সাউদি ৫০ বলে ৪৯ রানে অপরাজিত। 

পন্ত চোট পেয়েছেন গতকাল ম্যাচের দ্বিতীয় দিনেই। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার বল ঠিকমতো সংযোগ করতে পারেননি ডেভন কনওয়ে। উইকেটের পেছনে থাকা পন্ত স্টাম্পিং চান্স মিস তো করেছেনই, এমনকি তাঁর ডান হাঁটুতে বল মারাত্মকভাবে আঘাত করেছে। পন্তের পরিবর্তে ধ্রুব জুরেল আসেন বদলি উইকেটরক্ষক হিসেবে। 

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কথা বলেছিলেন পন্তের চোট নিয়েও। রোহিত বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বল সরাসরি তার (পন্ত) হাঁটুর ক্যাপে লেগেছে। এই পায়েই এর আগে অস্ত্রোপচার হয়েছে। তাই তার পায়ের জায়গাটা আরও ফুলে গিয়েছে।’ পন্ত রাতের মধ্যে সেরে উঠবেন বলে আশা রোহিত করেছিলেন ঠিকই। তাতে মনে হচ্ছিল তৃতীয় দিনে পন্তকে দেখা যাবে উইকেটরক্ষকের দায়িত্বে। শেষ পর্যন্ত সেটা আর হয়নি।   

বেঙ্গালুরুতে পরশু ভারত-নিউজিল্যান্ড টেস্ট শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাগড়ায় সেদিন একটা বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে গতকাল খেলা শুরু হলে ভারত যে ৪৬ রানে অলআউট হয়েছে, সেখানে দুই ব্যাটার দুই অঙ্ক পেরোতে পেরেছেন, যার মধ্যে সর্বোচ্চ ২০ রান করেন পন্ত। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা,রবিচন্দ্রন অশ্বিন-স্বাগতিকদের এই ৫ ব্যাটার ডাক মেরেছেন। ভারত ব্যাটিং করেছে ৩১.২ ওভার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত