ক্রীড়া ডেস্ক
বর্তমান ক্রিকেটের সবচেয়ে আলোচিত শব্দ ‘বাজবল’। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের মস্তিষ্কপ্রসূত এ ধারণা টেস্ট ক্রিকেটেই বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সাদা পোশাকেও টি-টোয়েন্টি মেজাজে খেলা যায় সেটি প্রমাণ করে দিয়েছেন ইংলিশরা।
তবে এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কপিরাইট বা স্বত্ব ইংল্যান্ডের নেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের। স্বঘোষিত ‘ইউনিভার্স বসের’ জোর দাবি, ক্যারিয়ার শুরুর কয়েক বছর আগের থেকে তিনি সবচেয়ে ‘বিগ-হিটার’ হিসেবে পরিচিতি পান।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বাজবলের মূলমন্ত্র হলো ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বানানো। সেটিই তারা দেখিয়ে আসছে। তবে ভারতের চিরায়ত স্পিন-সহায়ক উইকেটে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ম্যাককালাম-স্টোকস জুটি। রাজকোট টেস্টের চতুর্থ ইনিংসে ইংলিশদের ব্যাটিং অর্ডার যেভাবে গুঁড়িয়ে গেছে, সেটি আবারও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বাজবলকে।
তবে ইংলিশ ব্যাটাররা রানের দেখা না পেলেও উল্টো ‘জয়সবল’ খেলে উল্টো সবাইকে চমকে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। পেয়েছেন টানা দুই টেস্ট দ্বিশতক। এই ২১ বছর বয়সীর ব্যাটিং দেখে মুগ্ধ গেইলও। তবে রাজকোট টেস্ট শেষে যখন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট জানান, তাদের বাজবলই জয়সওয়ালকে অনুপ্রাণিত করেছে। রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেলা ডাকেট বলেন, ‘যখন আপনি প্রতিপক্ষ খেলোয়াড়দের এভাবে খেলতে দেখেন, তখন মনে হয় আমাদের কিছুটা কৃতিত্ব নেওয়া উচিত। অন্যরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলে তার থেকে তারা আলাদাভাবে খেলছে।’
তবে ডাকেটের এই কথার সঙ্গে একমত নন গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তি জয়সওয়ালের প্রশংসা করে বলেছেন, ‘আমি মনে করি না, সে (জয়সওয়াল) ইংল্যান্ড থেকে শিখেছে। খেলার এই ধরনটা সে উন্নতি করেছে তার কোচ ও পরামর্শক (জওয়ালা সিং) থেকে। সে সত্যিই অদ্বিতীয়।’
পাশাপাশি বাজবল প্রসঙ্গে গেইল গতকাল লন্ডন থেকে এক ভিডিও কনফারেন্সে এএফপিকে আরও বলেন, ‘কয়েক বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে, এমনকি ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই এ দৃশ্য দেখা গেছে।’
বর্তমান ক্রিকেটের সবচেয়ে আলোচিত শব্দ ‘বাজবল’। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের মস্তিষ্কপ্রসূত এ ধারণা টেস্ট ক্রিকেটেই বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সাদা পোশাকেও টি-টোয়েন্টি মেজাজে খেলা যায় সেটি প্রমাণ করে দিয়েছেন ইংলিশরা।
তবে এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কপিরাইট বা স্বত্ব ইংল্যান্ডের নেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের। স্বঘোষিত ‘ইউনিভার্স বসের’ জোর দাবি, ক্যারিয়ার শুরুর কয়েক বছর আগের থেকে তিনি সবচেয়ে ‘বিগ-হিটার’ হিসেবে পরিচিতি পান।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বাজবলের মূলমন্ত্র হলো ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বানানো। সেটিই তারা দেখিয়ে আসছে। তবে ভারতের চিরায়ত স্পিন-সহায়ক উইকেটে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ম্যাককালাম-স্টোকস জুটি। রাজকোট টেস্টের চতুর্থ ইনিংসে ইংলিশদের ব্যাটিং অর্ডার যেভাবে গুঁড়িয়ে গেছে, সেটি আবারও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বাজবলকে।
তবে ইংলিশ ব্যাটাররা রানের দেখা না পেলেও উল্টো ‘জয়সবল’ খেলে উল্টো সবাইকে চমকে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। পেয়েছেন টানা দুই টেস্ট দ্বিশতক। এই ২১ বছর বয়সীর ব্যাটিং দেখে মুগ্ধ গেইলও। তবে রাজকোট টেস্ট শেষে যখন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট জানান, তাদের বাজবলই জয়সওয়ালকে অনুপ্রাণিত করেছে। রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেলা ডাকেট বলেন, ‘যখন আপনি প্রতিপক্ষ খেলোয়াড়দের এভাবে খেলতে দেখেন, তখন মনে হয় আমাদের কিছুটা কৃতিত্ব নেওয়া উচিত। অন্যরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলে তার থেকে তারা আলাদাভাবে খেলছে।’
তবে ডাকেটের এই কথার সঙ্গে একমত নন গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তি জয়সওয়ালের প্রশংসা করে বলেছেন, ‘আমি মনে করি না, সে (জয়সওয়াল) ইংল্যান্ড থেকে শিখেছে। খেলার এই ধরনটা সে উন্নতি করেছে তার কোচ ও পরামর্শক (জওয়ালা সিং) থেকে। সে সত্যিই অদ্বিতীয়।’
পাশাপাশি বাজবল প্রসঙ্গে গেইল গতকাল লন্ডন থেকে এক ভিডিও কনফারেন্সে এএফপিকে আরও বলেন, ‘কয়েক বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে, এমনকি ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই এ দৃশ্য দেখা গেছে।’
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
১৩ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
৪৩ মিনিট আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে