নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল সামনে রেখে এখন চলছে দলগুলোর জোর প্রস্তুতি। তবে বিপিএল শুরুর আগে উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ। এর মাঝে সৌম্য সরকারসহ একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বরিশাল ফরচুনের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, করোনা নিয়েই চলার অভ্যাস শুরু করতে হবে সবার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লম্বা বিরতির পর এবার শুরুর অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। কিন্তু খেলা শুরুর আগেই বিপিএলের অষ্টম আসরকে চোখ রাঙাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এ নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘এমন একটা পরিস্থিতি এসেছে, যেখানে আমাদের নিজেদের বুঝে বুঝে চলা উচিত। আমার মনে হয়, ব্যক্তির ওপর দায়িত্ব দেওয়া উচিত। কারণ এরকমভাবে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব না। চেষ্টা করা তো হয়েছে অনেক। আমার মনে হয় এটা নিয়ে আমাদের চলা শেখা উচিত।’
বিপিএল শুরুর আগে সুখবর পেয়েছেন সাকিব। আইসিসির বর্ষসেরা দলে মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছেন তিনিও। আইসিসির স্বীকৃতি নিয়ে সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে এ রকম স্বীকৃতি পেতে তো ভালোই লাগে। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো ব্যাপার। গত অনেক বছর ধরে দেশে ও দেশের বাইরে আমরা ওয়ানডেতে ভালো দল। এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’
এদিকে উইকেট কেমন হবে তা নিয়ে নানা জল্পনা থাকলেও, বিপিএলে ভালো উইকেটের প্রত্যাশা করছেন সাকিব, ‘আমি আশা করছি ভালো স্পোর্টিং উইকেটই হবে, যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএলের শুরুটা হবে।’
সাকিব আল হাসান সম্পর্কিত আরও পড়ুন:
আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল সামনে রেখে এখন চলছে দলগুলোর জোর প্রস্তুতি। তবে বিপিএল শুরুর আগে উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ। এর মাঝে সৌম্য সরকারসহ একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বরিশাল ফরচুনের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, করোনা নিয়েই চলার অভ্যাস শুরু করতে হবে সবার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লম্বা বিরতির পর এবার শুরুর অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। কিন্তু খেলা শুরুর আগেই বিপিএলের অষ্টম আসরকে চোখ রাঙাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এ নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘এমন একটা পরিস্থিতি এসেছে, যেখানে আমাদের নিজেদের বুঝে বুঝে চলা উচিত। আমার মনে হয়, ব্যক্তির ওপর দায়িত্ব দেওয়া উচিত। কারণ এরকমভাবে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব না। চেষ্টা করা তো হয়েছে অনেক। আমার মনে হয় এটা নিয়ে আমাদের চলা শেখা উচিত।’
বিপিএল শুরুর আগে সুখবর পেয়েছেন সাকিব। আইসিসির বর্ষসেরা দলে মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছেন তিনিও। আইসিসির স্বীকৃতি নিয়ে সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে এ রকম স্বীকৃতি পেতে তো ভালোই লাগে। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো ব্যাপার। গত অনেক বছর ধরে দেশে ও দেশের বাইরে আমরা ওয়ানডেতে ভালো দল। এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’
এদিকে উইকেট কেমন হবে তা নিয়ে নানা জল্পনা থাকলেও, বিপিএলে ভালো উইকেটের প্রত্যাশা করছেন সাকিব, ‘আমি আশা করছি ভালো স্পোর্টিং উইকেটই হবে, যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএলের শুরুটা হবে।’
সাকিব আল হাসান সম্পর্কিত আরও পড়ুন:
দেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৯ মিনিট আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
১৪ মিনিট আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩০ মিনিট আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১২ ঘণ্টা আগে