সিরিজ বাঁচানোর ম্যাচে নেই মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ২২: ৪২
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২২: ৫৫

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে যেন চোটের হিড়িক। এবার এ তালিকায় যুক্ত হলেন মোস্তাফিজুর রহমান। গোড়ালির চোটে পড়েছেন এই বাঁহাতি পেসার। আগামীকাল সিরিজ জিইয়ে রাখার ম্যাচে তাই মোস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ। 

বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, মোস্তাফিজের চোট গুরুতর নয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। এক ভিডিও বার্তায় সানি বলেছেন, 'আজ আমরা মুশফিক, শরীফুল ও মোস্তাফিজের এমআরই স্ক্যান করেছি। মুশফিকের হাতে চিড় ধরা পড়েনি। শুধু হালকা ব্যথা আছে। শরীফুলও শঙ্কামুক্ত। তবে মোস্তাফিজের জয়েন্ট ইফিউশন (গাঁটে ব্যথা) আছে। যদিও এটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। আমরা আগামীকালের ম্যাচে মোস্তাফিজকে বিশ্রামে রাখব। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন।'

 দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে পাওয়া চোটে পুরো সফর থেকে ছিটকে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। গতকাল প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লিটন দাস। সফর শেষ হয়ে গেছে এই মুহুর্তে দলের সেরা ব্যাটার লিটনের। এশিয়া কাপেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। ইনিংস অসম্পূর্ণ রেখেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লিটন। সোহান-লিটনের বদলী হিসেবে আজ সন্ধ্যায় জিম্বাবুয়ে গেছেন মোহাম্মদ নাঈম ও ইবাদত হোসেন।  

হারারেতে হারের দিনে চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামও। মুশফিক ফিল্ডিংয়েও নামেননি। শরীফুল লিটনের মতোই স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে এলেও আবার মাঠ ছাড়েন। দুজনই অবশ্য আপাতত শঙ্কামুক্ত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত