ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই- এটাই যেন আজ ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড প্রমাণ করলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তৃতীয় ওয়ানডেতে। ওয়ার্নার-হেড ভেঙে চুড়ে গড়েছেন অনেক রেকর্ড। আর এই দুজনের রেকর্ড গড়া জুটির সমান রানই করতে পারল না ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ২২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই সুযোগটাই লুফে নিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও হেড। দুই বাঁহাতি ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নার পেয়েছেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি ও হেড তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। ওয়ার্নার-হেড ওপেনিংয়ে করেছেন ২৬৯ রানের জুটি। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। ৪১ বছরের পুরনো গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের রেকর্ড তাতে ভেঙে গেছে। ১৯৮১ তে এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের জুটি গড়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার।
২। দু্ইবার করে ২৫০+ রানের উদ্বোধনী জুটি: একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকারের জুটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ার্নার-হেড জুটি। ওয়ার্নার-হেড, সৌরভ-শচীন: এই দুই উদ্বোধনী জুটি ওয়ানডেতে দু্বার করে ২৫০+ রান করেছেন।
৩। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর: অস্ট্রেলিয়াও এই ম্যাচে করেছে রেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৫৫ রান। যা এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে এশিয়া একাদশের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছিল আইসিসি একাদশ।
৪৮ ওভারে ডিএলএস মেথডে ৩৬৪ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। তাতে ৩১.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন হেড। ১৩০ বলে ১৫২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজসেরা হয়েছেন ওয়ার্নার। ৩ ম্যাচে ৬৯.৩৩ গড়ে করেছেন ২০৮ রান।
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই- এটাই যেন আজ ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড প্রমাণ করলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তৃতীয় ওয়ানডেতে। ওয়ার্নার-হেড ভেঙে চুড়ে গড়েছেন অনেক রেকর্ড। আর এই দুজনের রেকর্ড গড়া জুটির সমান রানই করতে পারল না ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ২২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই সুযোগটাই লুফে নিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও হেড। দুই বাঁহাতি ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নার পেয়েছেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি ও হেড তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। ওয়ার্নার-হেড ওপেনিংয়ে করেছেন ২৬৯ রানের জুটি। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। ৪১ বছরের পুরনো গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের রেকর্ড তাতে ভেঙে গেছে। ১৯৮১ তে এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের জুটি গড়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার।
২। দু্ইবার করে ২৫০+ রানের উদ্বোধনী জুটি: একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকারের জুটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ার্নার-হেড জুটি। ওয়ার্নার-হেড, সৌরভ-শচীন: এই দুই উদ্বোধনী জুটি ওয়ানডেতে দু্বার করে ২৫০+ রান করেছেন।
৩। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর: অস্ট্রেলিয়াও এই ম্যাচে করেছে রেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৫৫ রান। যা এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে এশিয়া একাদশের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছিল আইসিসি একাদশ।
৪৮ ওভারে ডিএলএস মেথডে ৩৬৪ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। তাতে ৩১.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন হেড। ১৩০ বলে ১৫২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজসেরা হয়েছেন ওয়ার্নার। ৩ ম্যাচে ৬৯.৩৩ গড়ে করেছেন ২০৮ রান।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে