ক্রীড়া ডেস্ক
রমিজ রাজার চাকরি চলে যাওয়া নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে তা-ই সত্যি হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হলেন রমিজ।
এ বছরের এপ্রিলে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব চলে যায়। এরপর থেকেই রমিজের চাকরি সূতোয় ঝুলতে থাকে। এখানে আগুনে ঘি ঢেলেছে কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। তাতে নির্ধারিত সময়ের আগেই রমিজকে পিসিবি প্রধানের চাকরি ছাড়তে হয়েছে।
রমিজের শূন্যস্থান পূরণ করতে পারেন নাজাম শেঠি। রমিজের বরখাস্ত হওয়ার পর শেঠি টুইট করেছেন, ‘রমিজ রাজার রাজত্ব শেষ। ২০১৪ এর পিসিবির সংবিধান পুনরুদ্ধার হলো। প্রথম শ্রেণীর ক্রিকেটকে ফিরিয়ে আনতে ম্যানেজমেন্ট কমিটি নিরলসভাবে কাজ করবে।’
২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগেন রাজা। তাতে সফলও হয়েছেন রাজা। ২০২২ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সফল আয়োজন তো আছেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে এসে ক্রিকেট খেলেছে। রমিজের সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের ফাইনাল খেলেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তানিরা। ২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। এর আগে ইজাজ বাট, জাভেদ বুর্কি ও আবদুল হাফিজ কারদার এই পদ অলঙ্কৃত করেছিলেন। পিসিবি প্রধান হিসেবে রাজা ২০০৩-০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
রমিজ রাজার চাকরি চলে যাওয়া নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে তা-ই সত্যি হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হলেন রমিজ।
এ বছরের এপ্রিলে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব চলে যায়। এরপর থেকেই রমিজের চাকরি সূতোয় ঝুলতে থাকে। এখানে আগুনে ঘি ঢেলেছে কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। তাতে নির্ধারিত সময়ের আগেই রমিজকে পিসিবি প্রধানের চাকরি ছাড়তে হয়েছে।
রমিজের শূন্যস্থান পূরণ করতে পারেন নাজাম শেঠি। রমিজের বরখাস্ত হওয়ার পর শেঠি টুইট করেছেন, ‘রমিজ রাজার রাজত্ব শেষ। ২০১৪ এর পিসিবির সংবিধান পুনরুদ্ধার হলো। প্রথম শ্রেণীর ক্রিকেটকে ফিরিয়ে আনতে ম্যানেজমেন্ট কমিটি নিরলসভাবে কাজ করবে।’
২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগেন রাজা। তাতে সফলও হয়েছেন রাজা। ২০২২ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সফল আয়োজন তো আছেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে এসে ক্রিকেট খেলেছে। রমিজের সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের ফাইনাল খেলেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তানিরা। ২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। এর আগে ইজাজ বাট, জাভেদ বুর্কি ও আবদুল হাফিজ কারদার এই পদ অলঙ্কৃত করেছিলেন। পিসিবি প্রধান হিসেবে রাজা ২০০৩-০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
খেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১৬ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
৩৯ মিনিট আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
২ ঘণ্টা আগে