নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক দিন পর স্বস্তির হাসি নাজমুল হোসেন শান্তর মুখে। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার। তারপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অসহায় আত্মসমর্পণ।
এমন নড়বড়ে অবস্থার মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ কেমন শুরু করে সেটাই ছিল দেখার অপেক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মাঠে হেরেছে তারা। সবদিকে প্রতিকূলতা, দেয়ালে ঠেকেছে পিঠ। সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানো জয়ের এক গল্প লিখল বাংলাদেশ দল।
কষ্টার্জিত হলেও লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল। বড় কোনো লক্ষ্য নয়, ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই হাঁসফাঁস অবস্থা বাংলাদেশের ব্যাটারদের। শেষ দিকে বিপর্যয় সামলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
শুরুতে দুই ওপেনারকে হারালেও একটা সময় মনে হচ্ছিল সহজ জয়ের দিকেই এগোচ্ছে বাংলাদেশ দল। তবে ৯১ থেকে ১১৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জমিয়ে তোলেন লঙ্কান বোলাররা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে জিতল বাংলাদেশই।
ম্যাচ শেষ শান্ত জানিয়েছেন, এমন চাপের ম্যাচ নিজের ক্যারিয়ারে আগে কখনো দেখেননি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে তাই লেগেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এ রকম চাপের ম্যাচ এর আগে আমি খেলিনি।’
তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের তোপ, রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখে বাংলাদেশ। পাওয়ার-প্লেতে ২টি উইকেট হারালেও স্কোরে ৫৩ রান জমা করে শ্রীলঙ্কা। ওভারপ্রতি ৮.৮৩ হারে রান তোলেন লঙ্কান ব্যাটাররা। শুরুতে তাসকিন-মোস্তাফিজের ধাক্কা। মাঝের ওভারে রিশাদের স্পিন বিষে মেরুদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিং অর্ডারের।
বোলিং-ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট শান্ত, অসন্তোষ ব্যাটিং নিয়ে, ‘আমরা সবাই জানতাম এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ। আমরা বোলিংয়ে শুরুটা ভালো পাইনি। তারপরে মাঝের ওভারে সিদ্ধান্তগুলো যেভাবে নিয়েছে বোলাররা, ফিল্ডাররা। সবাই অনেক ক্যারেক্টার শো করেছে। কিন্তু ব্যাটিং ভালো হয়নি। এই ধরনের চাপের ম্যাচে এ রকম হবে। ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ওরা অনেক চেষ্টা করেছে। দিন শেষে দুটা পয়েন্ট পেয়েছে, এ জন্য ভালো লাগছে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, দলের একাধিক ব্যাটার টানা ব্যর্থতা—সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে ব্যাপক ট্রলও হয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সেই ট্রল (বিদ্রূপ) বন্ধ হবে কি না? শান্ত বললেন, ‘এটা তো সামাজিক যোগাযোগমাধ্যমে যারা কথা বলে তারা বলতে পারে (ট্রল বন্ধ হবে কিনা)। আমরা আসলে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতেও পারব না। আমার মনে হয় না খেলোয়াড়রা অনেক বেশি এগুলো নিয়ে ভাবে।’
অনেক দিন পর স্বস্তির হাসি নাজমুল হোসেন শান্তর মুখে। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার। তারপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অসহায় আত্মসমর্পণ।
এমন নড়বড়ে অবস্থার মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ কেমন শুরু করে সেটাই ছিল দেখার অপেক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মাঠে হেরেছে তারা। সবদিকে প্রতিকূলতা, দেয়ালে ঠেকেছে পিঠ। সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানো জয়ের এক গল্প লিখল বাংলাদেশ দল।
কষ্টার্জিত হলেও লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল। বড় কোনো লক্ষ্য নয়, ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই হাঁসফাঁস অবস্থা বাংলাদেশের ব্যাটারদের। শেষ দিকে বিপর্যয় সামলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
শুরুতে দুই ওপেনারকে হারালেও একটা সময় মনে হচ্ছিল সহজ জয়ের দিকেই এগোচ্ছে বাংলাদেশ দল। তবে ৯১ থেকে ১১৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জমিয়ে তোলেন লঙ্কান বোলাররা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে জিতল বাংলাদেশই।
ম্যাচ শেষ শান্ত জানিয়েছেন, এমন চাপের ম্যাচ নিজের ক্যারিয়ারে আগে কখনো দেখেননি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে তাই লেগেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এ রকম চাপের ম্যাচ এর আগে আমি খেলিনি।’
তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের তোপ, রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখে বাংলাদেশ। পাওয়ার-প্লেতে ২টি উইকেট হারালেও স্কোরে ৫৩ রান জমা করে শ্রীলঙ্কা। ওভারপ্রতি ৮.৮৩ হারে রান তোলেন লঙ্কান ব্যাটাররা। শুরুতে তাসকিন-মোস্তাফিজের ধাক্কা। মাঝের ওভারে রিশাদের স্পিন বিষে মেরুদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিং অর্ডারের।
বোলিং-ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট শান্ত, অসন্তোষ ব্যাটিং নিয়ে, ‘আমরা সবাই জানতাম এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ। আমরা বোলিংয়ে শুরুটা ভালো পাইনি। তারপরে মাঝের ওভারে সিদ্ধান্তগুলো যেভাবে নিয়েছে বোলাররা, ফিল্ডাররা। সবাই অনেক ক্যারেক্টার শো করেছে। কিন্তু ব্যাটিং ভালো হয়নি। এই ধরনের চাপের ম্যাচে এ রকম হবে। ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ওরা অনেক চেষ্টা করেছে। দিন শেষে দুটা পয়েন্ট পেয়েছে, এ জন্য ভালো লাগছে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, দলের একাধিক ব্যাটার টানা ব্যর্থতা—সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে ব্যাপক ট্রলও হয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সেই ট্রল (বিদ্রূপ) বন্ধ হবে কি না? শান্ত বললেন, ‘এটা তো সামাজিক যোগাযোগমাধ্যমে যারা কথা বলে তারা বলতে পারে (ট্রল বন্ধ হবে কিনা)। আমরা আসলে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতেও পারব না। আমার মনে হয় না খেলোয়াড়রা অনেক বেশি এগুলো নিয়ে ভাবে।’
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ মিনিট আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
৩৬ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগে