ক্রীড়া ডেস্ক
দারুণ রোমাঞ্চে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম সংস্করণ। আজ উদ্বোধনী দিনে রান ফোয়ারার সঙ্গে শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটে জিতল ঢাকা। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শেষ ওভারে জিততে ঢাকার প্রয়োজন ছিল ১২ রান।
তোফায়েল আহমেদের দারুণ বোলিংয়ে শেষ বল পর্যন্ত জয়ের আশা দেখছিল সিলেট। শেষ বলেও ঢাকার দরকার ছিল আরও ৫ রান। কিন্তু লং অফ দিয়ে তোফায়েলকে ছক্কা মেরে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত। তার আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জিসান আলমের ঝোড়ো সেঞ্চুরির কল্যাণে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট।
২০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারে ওপেনার সাইফ হাসানের (০) উইকেট হারায় ঢাকা। কিন্তু তিন নম্বরে নেমে আরিফুল ইসলামের তাণ্ডবে এর প্রভাব তেমন একটা পড়েনি। ৫.৩ ওভারে আরেক ওপেনার আশিকুর রহমান শিবলিও (১৭) রানআউট হয়ে ফেরেন ড্রেসিংরুমে। একপ্রান্তে দাঁড়িয়ে আরিফুল ৪৬ বলে খেলেছেন ৯৪ রানের ঝোড়ো ইনিংস। ৮ ছক্কার সঙ্গে মেরেছেন ৬টি চার।
আরিফুল গড়ে দেন জয়ের ভিত। আরাফাত সানি জুনিয়রের ১৮ বলে ২৭, মাহিদুল ইসলাম অঙ্কনের ২৩ বলে ৩০ ও শুভাগত হোমের ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩১ রানের কল্যাণে ২০ ওভারে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা। সিলেটের আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট। ৫.১ ওভারে উদ্বোধনী জুটিতে জিসান ও তৌফিক খান তুষার যোগ করেন ৪৯ রান। ১৭ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৯ রান করে নাজমুল ইসলাম অপুর শিকার হন তুষার। দ্বিতীয় উইকেটে অমিত হাসানকে নিয়ে ৯৫ রানের দারুণ একটি জুটি গড়েন জিসান।
২৫ বলে ২৬ রানে ফেরেন অমিত। জিসান হাঁটছিলেন ফিফটি করে সেঞ্চুরির পথে। ১৩ তম ওভারে সালাউদ্দিন শাকিলকে ছক্কা মেরে ৩৯ বলে করেন ফিফটি। ১৪ তম ওভারে স্পিনার আরাফাত সানি জুনিয়রকে টানা পাঁচটি ছক্কাসহ ৩২ রান নিয়ে পৌঁছে যান সেঞ্চুরির কাছাকাছি। সেই ওভারের প্রথম বলে নিয়েছেন দুই রান। পরের ৫ বলে মেরেছেন ৫টি ছক্কা।
অপুর করা ১৭ তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৫২ বলে জিসান তুলে নেন সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ৫২ বলে সেঞ্চুরি আছে নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টিতে বাংলাদেশ হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের, ৪২ বলে। ৪৮ বলে সেঞ্চুরি আছে তামিম ইকবালের। ওই ওভারেই নিজের পরের বলে বোল্ড হয়েছেন জিসান। ৫৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১০টি ছক্কা ও চারটি ৪।
শেষ দিকে ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মাহফুজুর রহমান রাব্বি। সিলেটের স্কোরে জমা হয় ৪ উইকেটে ২০৫ রান। ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার বাঁহাতি স্পিনার অপু। তবে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি জিসানের নামেই লেখা হলো।
দারুণ রোমাঞ্চে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম সংস্করণ। আজ উদ্বোধনী দিনে রান ফোয়ারার সঙ্গে শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটে জিতল ঢাকা। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শেষ ওভারে জিততে ঢাকার প্রয়োজন ছিল ১২ রান।
তোফায়েল আহমেদের দারুণ বোলিংয়ে শেষ বল পর্যন্ত জয়ের আশা দেখছিল সিলেট। শেষ বলেও ঢাকার দরকার ছিল আরও ৫ রান। কিন্তু লং অফ দিয়ে তোফায়েলকে ছক্কা মেরে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত। তার আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জিসান আলমের ঝোড়ো সেঞ্চুরির কল্যাণে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট।
২০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারে ওপেনার সাইফ হাসানের (০) উইকেট হারায় ঢাকা। কিন্তু তিন নম্বরে নেমে আরিফুল ইসলামের তাণ্ডবে এর প্রভাব তেমন একটা পড়েনি। ৫.৩ ওভারে আরেক ওপেনার আশিকুর রহমান শিবলিও (১৭) রানআউট হয়ে ফেরেন ড্রেসিংরুমে। একপ্রান্তে দাঁড়িয়ে আরিফুল ৪৬ বলে খেলেছেন ৯৪ রানের ঝোড়ো ইনিংস। ৮ ছক্কার সঙ্গে মেরেছেন ৬টি চার।
আরিফুল গড়ে দেন জয়ের ভিত। আরাফাত সানি জুনিয়রের ১৮ বলে ২৭, মাহিদুল ইসলাম অঙ্কনের ২৩ বলে ৩০ ও শুভাগত হোমের ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩১ রানের কল্যাণে ২০ ওভারে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা। সিলেটের আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট। ৫.১ ওভারে উদ্বোধনী জুটিতে জিসান ও তৌফিক খান তুষার যোগ করেন ৪৯ রান। ১৭ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৯ রান করে নাজমুল ইসলাম অপুর শিকার হন তুষার। দ্বিতীয় উইকেটে অমিত হাসানকে নিয়ে ৯৫ রানের দারুণ একটি জুটি গড়েন জিসান।
২৫ বলে ২৬ রানে ফেরেন অমিত। জিসান হাঁটছিলেন ফিফটি করে সেঞ্চুরির পথে। ১৩ তম ওভারে সালাউদ্দিন শাকিলকে ছক্কা মেরে ৩৯ বলে করেন ফিফটি। ১৪ তম ওভারে স্পিনার আরাফাত সানি জুনিয়রকে টানা পাঁচটি ছক্কাসহ ৩২ রান নিয়ে পৌঁছে যান সেঞ্চুরির কাছাকাছি। সেই ওভারের প্রথম বলে নিয়েছেন দুই রান। পরের ৫ বলে মেরেছেন ৫টি ছক্কা।
অপুর করা ১৭ তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৫২ বলে জিসান তুলে নেন সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ৫২ বলে সেঞ্চুরি আছে নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টিতে বাংলাদেশ হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের, ৪২ বলে। ৪৮ বলে সেঞ্চুরি আছে তামিম ইকবালের। ওই ওভারেই নিজের পরের বলে বোল্ড হয়েছেন জিসান। ৫৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১০টি ছক্কা ও চারটি ৪।
শেষ দিকে ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মাহফুজুর রহমান রাব্বি। সিলেটের স্কোরে জমা হয় ৪ উইকেটে ২০৫ রান। ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার বাঁহাতি স্পিনার অপু। তবে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি জিসানের নামেই লেখা হলো।
লাসিথ মালিঙ্গা অবসর নিলেও তাঁর মতো বোলিং অ্যাকশন নিয়ে আলোচনায় উঠে আসেন মাতিশা পাতিরানা। এবার গতির ঝড় তুলতে শ্রীলঙ্কা দলে চলে এলেন আরেক ‘মালিঙ্গা’। দেশটির ফাস্ট বোলিং প্রতিযোগিতায় যিনি কিনা প্রথম হয়েছিলেন ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতিতে বল করে। লঙ্কা দলের নতুন এই পেসারের নাম ঈশান মালিঙ্গা।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা
৫ ঘণ্টা আগেজোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
৭ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
৭ ঘণ্টা আগে