নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার জিম্বাবুয়ের বোলারদের খেলতে থাকেন সাবলীলভাবেই। তবে তাঁদের উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ স্কোরবোর্ডে আর ৫০ রানও যোগ করতে পারেনি। তাসের ঘরের মতো ধসে পড়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে। লিটন বাদ পড়ায় ওপেনিংয়ে নামেন সৌম্য। উদ্বোধনী জুটিতে সৌম্য-তানজিদ যোগ করেন ১০১ রান। যেখানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটি তৃতীয়বারের মতো সেঞ্চুরি পেরিয়েছে। এখান থেকেই ধস নামার শুরু স্বাগতিকদের ইনিংসে। ৪২ রানে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ ৫ রানে ম্যাচ জিতলেও ব্যাটিং ধস নিয়ে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা হতাশার (ব্যাটিং ধস)। তামিম ও সৌম্য যেভাবে ব্যাটিং করেছে, সেটা ছিল ইতিবাচক। উইকেট তেমন সহজ ছিল না। আমরা জানতাম সেটা। আশা করি পরের ম্যাচে ভালো করব।’
তিন পরিবর্তন নিয়ে আজ খেলেছে বাংলাদেশ। সৌম্যর সঙ্গে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ মাস পর ফিরে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শেষ ওভারে ২ উইকেট নিয়ে জেতান বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন ৩ উইকেট নেওয়া মোস্তাফিজ। ৪ ওভারে খরচ করেন ১৯ রান। আমরা ভালো বোলিং করেছি। সাকিব ও মোস্তাফিজ ফেরায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’
আরও পড়ুন:
তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার জিম্বাবুয়ের বোলারদের খেলতে থাকেন সাবলীলভাবেই। তবে তাঁদের উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ স্কোরবোর্ডে আর ৫০ রানও যোগ করতে পারেনি। তাসের ঘরের মতো ধসে পড়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে। লিটন বাদ পড়ায় ওপেনিংয়ে নামেন সৌম্য। উদ্বোধনী জুটিতে সৌম্য-তানজিদ যোগ করেন ১০১ রান। যেখানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটি তৃতীয়বারের মতো সেঞ্চুরি পেরিয়েছে। এখান থেকেই ধস নামার শুরু স্বাগতিকদের ইনিংসে। ৪২ রানে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ ৫ রানে ম্যাচ জিতলেও ব্যাটিং ধস নিয়ে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা হতাশার (ব্যাটিং ধস)। তামিম ও সৌম্য যেভাবে ব্যাটিং করেছে, সেটা ছিল ইতিবাচক। উইকেট তেমন সহজ ছিল না। আমরা জানতাম সেটা। আশা করি পরের ম্যাচে ভালো করব।’
তিন পরিবর্তন নিয়ে আজ খেলেছে বাংলাদেশ। সৌম্যর সঙ্গে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ মাস পর ফিরে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শেষ ওভারে ২ উইকেট নিয়ে জেতান বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন ৩ উইকেট নেওয়া মোস্তাফিজ। ৪ ওভারে খরচ করেন ১৯ রান। আমরা ভালো বোলিং করেছি। সাকিব ও মোস্তাফিজ ফেরায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’
আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৪ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৬ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৭ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৮ ঘণ্টা আগে