ক্রীড়া ডেস্ক
বগলে ব্যাট নিয়ে সবার আগে তরতর করে ড্রেসিংরুমে চলে যাওয়া, এবারের বিশ্বকাপে এটা একরকম নিয়ম করে ফেলেছেন টেম্বা বাভুমা। অন্তত আজ কলকাতার ইডেন গার্ডেনসে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে অধিনায়কের কাছ থেকে ব্যতিক্রমী ইনিংসের আশা নিয়েই হয়তো খেলা দেখতে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা সমর্থকেরা।
কিন্তু বিশ্বকাপে অভ্যাসটা আর ত্যাগ করতে পারলেন না বাভুমা। আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার বলের জন্য মাঠে নামলেন, রানের খাতা খোলার আগেই আবার উঠলেন। যার ফলে রেকর্ড তালিকায়ও নাম উঠেছে তাঁর। ভারতের সাবেক অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন, দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ে ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের পাশে বসলেন প্রোটিয়া অধিনায়ক। বিশ্বকাপের সেমিফাইনালে শূন্য রানে আউট হওয়া চতুর্থ অধিনায়ক হলেন বাভুমা।
মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বল অফ স্টাম্পের বাইরে দিয়ে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল। তবে দ্রুত ফেরার তাগিদেই হয়তো বাভুমা খোঁচা দিলেন। অজি উইকেটরক্ষক জশ ইংলিশের গ্লাভসে জমা পড়ল বল। এই বিশ্বকাপ এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে সর্বমোট ১৪৫ রান বাভুমার।
তবে বাভুমা দুঃখ ভুলতে পারেন জস বাটলারকে পাশে পেয়ে। চলতি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যর্থ অধিনায়ক হিসেবে বাভুমা ও ইংল্যান্ডের অধিনায়ক আছেন একদিকে। বাকিরা আছেন অন্যদিকে। এ দুজনের মতো বাকি অধিনায়কেরা এতটা অনুজ্জ্বল ছিলেন না।
বিশ্বকাপ শেষে একরাশ হতাশা নিয়ে ইতিমধ্যে দেশে ফিরেছে ইংল্যান্ড দল। অধিনায়ক উজ্জ্বল পারফরম্যান্স করলে দলও নাকি উজ্জীবিত থাকে। সেটি করতে পারেননি বাটলার। ফলে তাঁর দলের ছিল ‘মৃত’ এক বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়নরা এবার বিদায় নিল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্ব থেকে। তবে বাভুমার ক্ষেত্রে ব্যাপারটি বিপরীত। টানা ব্যর্থ হলেন তিনি। তবু সতীর্থদের দারুণ অবদানে তাঁর দল দক্ষিণ আফ্রিকা আজ খেলছে সেমিফাইনাল।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে একটি ফিফটির দেখাও পাননি বাটলার ও বাভুমা। বাটলার সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সর্বমোট রান ১৩৮। বাভুমা রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন সর্বোচ্চ ৩৫ রান। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সর্বোচ্চ ইনিংসও ৩৭। যদিও তাঁর মূল কাজ পেস বোলিং।
যে অধিনায়কদের মূল ভূমিকা ব্যাটিং (ব্যাটার), বিশ্বকাপে বাভুমা ও বাটলার ছাড়া তাঁরা সবাই পেয়েছেন ফিফটি। ১০ ইনিংসে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৫০ রান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। ৪ ফিফটিতে ৩২০ রান পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। ২ ফিফটিতে সৌজন্যে ২৫৯ রান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের।
চোটে ছিটকে যাওয়ার আগে দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ফিফটি করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। পরে নেতৃত্ব দেওয়া সহকারী অধিনায়ক কুশল মেন্ডিসও এই বিশ্বকাপে একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। ৪ ম্যাচে তিন ফিফটিতে ২৫৬ রান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। অন্তর্বর্তীকালীন টম লাথামেরও আছে দুই ফিফটি।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান করেন ১টি ফিফটি। অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছিল ২ ফিফটি। আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি তিন ফিফটিতে করেছেন ৩১০। বিপরীতে এক বগলে ব্যাট নিয়ে টানা ব্যর্থ হয়ে উঠলেন বাটলার-বাভুমা।
বগলে ব্যাট নিয়ে সবার আগে তরতর করে ড্রেসিংরুমে চলে যাওয়া, এবারের বিশ্বকাপে এটা একরকম নিয়ম করে ফেলেছেন টেম্বা বাভুমা। অন্তত আজ কলকাতার ইডেন গার্ডেনসে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে অধিনায়কের কাছ থেকে ব্যতিক্রমী ইনিংসের আশা নিয়েই হয়তো খেলা দেখতে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা সমর্থকেরা।
কিন্তু বিশ্বকাপে অভ্যাসটা আর ত্যাগ করতে পারলেন না বাভুমা। আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার বলের জন্য মাঠে নামলেন, রানের খাতা খোলার আগেই আবার উঠলেন। যার ফলে রেকর্ড তালিকায়ও নাম উঠেছে তাঁর। ভারতের সাবেক অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন, দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ে ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের পাশে বসলেন প্রোটিয়া অধিনায়ক। বিশ্বকাপের সেমিফাইনালে শূন্য রানে আউট হওয়া চতুর্থ অধিনায়ক হলেন বাভুমা।
মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বল অফ স্টাম্পের বাইরে দিয়ে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল। তবে দ্রুত ফেরার তাগিদেই হয়তো বাভুমা খোঁচা দিলেন। অজি উইকেটরক্ষক জশ ইংলিশের গ্লাভসে জমা পড়ল বল। এই বিশ্বকাপ এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে সর্বমোট ১৪৫ রান বাভুমার।
তবে বাভুমা দুঃখ ভুলতে পারেন জস বাটলারকে পাশে পেয়ে। চলতি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যর্থ অধিনায়ক হিসেবে বাভুমা ও ইংল্যান্ডের অধিনায়ক আছেন একদিকে। বাকিরা আছেন অন্যদিকে। এ দুজনের মতো বাকি অধিনায়কেরা এতটা অনুজ্জ্বল ছিলেন না।
বিশ্বকাপ শেষে একরাশ হতাশা নিয়ে ইতিমধ্যে দেশে ফিরেছে ইংল্যান্ড দল। অধিনায়ক উজ্জ্বল পারফরম্যান্স করলে দলও নাকি উজ্জীবিত থাকে। সেটি করতে পারেননি বাটলার। ফলে তাঁর দলের ছিল ‘মৃত’ এক বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়নরা এবার বিদায় নিল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্ব থেকে। তবে বাভুমার ক্ষেত্রে ব্যাপারটি বিপরীত। টানা ব্যর্থ হলেন তিনি। তবু সতীর্থদের দারুণ অবদানে তাঁর দল দক্ষিণ আফ্রিকা আজ খেলছে সেমিফাইনাল।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে একটি ফিফটির দেখাও পাননি বাটলার ও বাভুমা। বাটলার সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সর্বমোট রান ১৩৮। বাভুমা রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন সর্বোচ্চ ৩৫ রান। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সর্বোচ্চ ইনিংসও ৩৭। যদিও তাঁর মূল কাজ পেস বোলিং।
যে অধিনায়কদের মূল ভূমিকা ব্যাটিং (ব্যাটার), বিশ্বকাপে বাভুমা ও বাটলার ছাড়া তাঁরা সবাই পেয়েছেন ফিফটি। ১০ ইনিংসে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৫০ রান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। ৪ ফিফটিতে ৩২০ রান পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। ২ ফিফটিতে সৌজন্যে ২৫৯ রান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের।
চোটে ছিটকে যাওয়ার আগে দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ফিফটি করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। পরে নেতৃত্ব দেওয়া সহকারী অধিনায়ক কুশল মেন্ডিসও এই বিশ্বকাপে একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। ৪ ম্যাচে তিন ফিফটিতে ২৫৬ রান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। অন্তর্বর্তীকালীন টম লাথামেরও আছে দুই ফিফটি।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান করেন ১টি ফিফটি। অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছিল ২ ফিফটি। আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি তিন ফিফটিতে করেছেন ৩১০। বিপরীতে এক বগলে ব্যাট নিয়ে টানা ব্যর্থ হয়ে উঠলেন বাটলার-বাভুমা।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৯ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে