ক্রীড়া ডেস্ক
কীর্তিটা আগেই লেখা হয়ে গিয়েছিল। ওয়ানডেতে ১০০ তম ইনিংসের আগেই ৫ হাজারের বেশি রান করে ফেলেছিলেন বাবর আজম। ভেঙে দিয়েছিলেন শীর্ষে থাকা হাশিম আমলার রেকর্ড। আজ হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে শততম ইনিংস খেলতে নামলেন বাবর।
দলীয় ৫২ রানে ওপেনার ফখর জামানের (৩০) বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বাবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডেতে তাঁর রান ৫১১২। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার ২০৩ রান। ব্যাটিংয়ে আছেন ওপেনার ইমাম-উল-হক (৪০) ও বাবর (২৪)।
এর আগে টসে জিতে ওপেনিংয়ে ঝড় বইয়ে দেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়েন তাঁরা। যা ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি।
গত মাসে চট্টগ্রাম সফরে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের জুটি গড়েছিলেন গুরবাজ-ইব্রাহিম। যা ওপেনিংয়ে তাঁদের সর্বোচ্চ জুটি। আজ পাকিস্তানের বিপক্ষে গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম।
১৫১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৫১ রান করেন গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও। আর সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচ সেঞ্চুরি পাওয়ার তালিকায় তিনে উঠে এসেছেন গুরবাজ। তাঁর লেগেছে ২৩ ইনিংস। ১৯ ইনিংস করে লেগেছিল দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ও পাকিস্তানের ইমাম-উল-হকের।
গুরবাজের ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ৩০০ রান করেছে আফগানরা। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ৩০০-এর ঘরের সংগ্রহ পেলো তারা। এটি পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বোচ্চ ইনিংসও।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।
ওয়ানডেতে ১০০ তম ইনিংসে সর্বোচ্চ রান
রান গড় ১০০/৫০
বাবর আজম (পাকিস্তান) ৫০৯৯ * ৫৮.৬০ ১৮/২৬
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৪৯৪৬ ৫৩.১৮ ১৭/২৫
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬০৭ ৫৬.৮৭ ৮/৩৪
কীর্তিটা আগেই লেখা হয়ে গিয়েছিল। ওয়ানডেতে ১০০ তম ইনিংসের আগেই ৫ হাজারের বেশি রান করে ফেলেছিলেন বাবর আজম। ভেঙে দিয়েছিলেন শীর্ষে থাকা হাশিম আমলার রেকর্ড। আজ হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে শততম ইনিংস খেলতে নামলেন বাবর।
দলীয় ৫২ রানে ওপেনার ফখর জামানের (৩০) বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বাবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডেতে তাঁর রান ৫১১২। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার ২০৩ রান। ব্যাটিংয়ে আছেন ওপেনার ইমাম-উল-হক (৪০) ও বাবর (২৪)।
এর আগে টসে জিতে ওপেনিংয়ে ঝড় বইয়ে দেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়েন তাঁরা। যা ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি।
গত মাসে চট্টগ্রাম সফরে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের জুটি গড়েছিলেন গুরবাজ-ইব্রাহিম। যা ওপেনিংয়ে তাঁদের সর্বোচ্চ জুটি। আজ পাকিস্তানের বিপক্ষে গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম।
১৫১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৫১ রান করেন গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও। আর সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচ সেঞ্চুরি পাওয়ার তালিকায় তিনে উঠে এসেছেন গুরবাজ। তাঁর লেগেছে ২৩ ইনিংস। ১৯ ইনিংস করে লেগেছিল দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ও পাকিস্তানের ইমাম-উল-হকের।
গুরবাজের ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ৩০০ রান করেছে আফগানরা। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ৩০০-এর ঘরের সংগ্রহ পেলো তারা। এটি পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বোচ্চ ইনিংসও।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।
ওয়ানডেতে ১০০ তম ইনিংসে সর্বোচ্চ রান
রান গড় ১০০/৫০
বাবর আজম (পাকিস্তান) ৫০৯৯ * ৫৮.৬০ ১৮/২৬
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৪৯৪৬ ৫৩.১৮ ১৭/২৫
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬০৭ ৫৬.৮৭ ৮/৩৪
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে