ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি এখনো। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব রেখেছিল পাকিস্তান।
এতেও মন গলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করেছিল এশিয়ার বাকি তিন শক্তিশালী বোর্ড তাদের পাশে থাকবে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই পিসিবির আশা মিইয়ে যাচ্ছে। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি। এমনটি নিশ্চিত করেছে পিটিআই, যার প্রথম কোপটা পড়ল শ্রীলঙ্কার ওপরে। পাকিস্তানের সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে না করে দিয়েছে পিসিবি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, ‘শ্রীলঙ্কায় পরের মাসে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিসিবি। এতে করে দুই বোর্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের উদাহরণ দেখা দিয়েছে।’
শ্রীলঙ্কার ওপর যে পাকিস্তান অসন্তুষ্ট, তা প্রস্তাব প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র। তিনি বলেছেন, ‘এটি স্পষ্ট যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর পিসিবি খুশি নয়, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে সহায়তা না করায়।’
পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দুটির পরিবর্তে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলতে চেয়েছে এসএলসি। এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের আগে নিজেদের আরও ভালো প্রস্তুতির জন্য পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ক্ষুব্ধ হয়ে তাদের সেই প্রস্তাবে না করে দিয়েছে পিসিবি।
এশিয়া কাপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি এখনো। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব রেখেছিল পাকিস্তান।
এতেও মন গলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করেছিল এশিয়ার বাকি তিন শক্তিশালী বোর্ড তাদের পাশে থাকবে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই পিসিবির আশা মিইয়ে যাচ্ছে। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি। এমনটি নিশ্চিত করেছে পিটিআই, যার প্রথম কোপটা পড়ল শ্রীলঙ্কার ওপরে। পাকিস্তানের সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে না করে দিয়েছে পিসিবি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, ‘শ্রীলঙ্কায় পরের মাসে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিসিবি। এতে করে দুই বোর্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের উদাহরণ দেখা দিয়েছে।’
শ্রীলঙ্কার ওপর যে পাকিস্তান অসন্তুষ্ট, তা প্রস্তাব প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র। তিনি বলেছেন, ‘এটি স্পষ্ট যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর পিসিবি খুশি নয়, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে সহায়তা না করায়।’
পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দুটির পরিবর্তে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলতে চেয়েছে এসএলসি। এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের আগে নিজেদের আরও ভালো প্রস্তুতির জন্য পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ক্ষুব্ধ হয়ে তাদের সেই প্রস্তাবে না করে দিয়েছে পিসিবি।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে