ক্রীড়া ডেস্ক
২৯ জুন ২০২৪ তারিখটিকে ভারতীয় ভক্ত-সমর্থকেরা আজীবন মনে রাখতে চাইবেন। বার্বাডোজের কেনসিংটন ওভালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। একই দিন ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত ও বিরাট কোহলি অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে ১৭ বছরের অপেক্ষার পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। একই সঙ্গে এটা ভারতের ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয়। ফাইনালসেরা হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন কোহলি। কয়েক ঘণ্টা পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত-কোহলি দুজনে এখনো পর্যন্ত শীর্ষ দুই রানসংগ্রাহক। ৪৫ ও ১৮ নম্বর জার্সি পরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন রোহিত ও কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করে জিও সিনেমায় ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমি বিসিসিআইকে অনুরোধ করছি ১৮ ও ৪৫ নম্বর জার্সি অবসরে পাঠাতে। তাদের বিশেষ কোনো উপলক্ষ থাকা উচিত যেখানে তাঁরা তাদের জার্সি নম্বর সংরক্ষণ করে রাখতে পারে।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে ভারত। কিংবদন্তি ধোনির ৭ নম্বর জার্সিকে অফিশিয়ালি অবসরে পাঠানো হয়েছে। ধোনির মতো রোহিত-কোহলির জার্সিও যেন তুলে রাখা হয়, সেই অনুরোধ করেন রায়না। রায়না বলেন,‘৭ নম্বর ইতিমধ্যেই অবসর নিয়েছে। ১৮ এবং ৪৫ নম্বরের জন্যও একই কাজ করা উচিত। এই নম্বরগুলো দেখেই যেন সকলে অনুপ্রাণিত হয়। ভারতের বহু ম্যাচ জয়ের সাক্ষী এই দুই জার্সি নম্বর।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টেস্ট চালিয়ে যাবেন কোহলি ও রোহিত। ক্রিকেটের সব সংস্করণকে কোহলি-রোহিত বিদায় বলার পর বিসিসিআই রায়নার অনুরোধ রাখে কি না, সেটাই দেখার বিষয়।
২৯ জুন ২০২৪ তারিখটিকে ভারতীয় ভক্ত-সমর্থকেরা আজীবন মনে রাখতে চাইবেন। বার্বাডোজের কেনসিংটন ওভালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। একই দিন ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত ও বিরাট কোহলি অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে ১৭ বছরের অপেক্ষার পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। একই সঙ্গে এটা ভারতের ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয়। ফাইনালসেরা হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন কোহলি। কয়েক ঘণ্টা পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত-কোহলি দুজনে এখনো পর্যন্ত শীর্ষ দুই রানসংগ্রাহক। ৪৫ ও ১৮ নম্বর জার্সি পরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন রোহিত ও কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করে জিও সিনেমায় ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমি বিসিসিআইকে অনুরোধ করছি ১৮ ও ৪৫ নম্বর জার্সি অবসরে পাঠাতে। তাদের বিশেষ কোনো উপলক্ষ থাকা উচিত যেখানে তাঁরা তাদের জার্সি নম্বর সংরক্ষণ করে রাখতে পারে।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে ভারত। কিংবদন্তি ধোনির ৭ নম্বর জার্সিকে অফিশিয়ালি অবসরে পাঠানো হয়েছে। ধোনির মতো রোহিত-কোহলির জার্সিও যেন তুলে রাখা হয়, সেই অনুরোধ করেন রায়না। রায়না বলেন,‘৭ নম্বর ইতিমধ্যেই অবসর নিয়েছে। ১৮ এবং ৪৫ নম্বরের জন্যও একই কাজ করা উচিত। এই নম্বরগুলো দেখেই যেন সকলে অনুপ্রাণিত হয়। ভারতের বহু ম্যাচ জয়ের সাক্ষী এই দুই জার্সি নম্বর।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টেস্ট চালিয়ে যাবেন কোহলি ও রোহিত। ক্রিকেটের সব সংস্করণকে কোহলি-রোহিত বিদায় বলার পর বিসিসিআই রায়নার অনুরোধ রাখে কি না, সেটাই দেখার বিষয়।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে