ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলি যেন ‘খাল কেটে কুমির’ এনেছেন। এমনিতেই প্রতিপক্ষের ক্রিকেটারদের কত যে তাতিয়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। তবে স্যাম কনস্টাসকে ধাক্কামারার ঘটনা যে ছাড়িয়ে গেছে সব কিছুকেই। সমালোচনা তো হচ্ছেই, এমনকি ব্যক্তিগতভাবে কোহলির ওপর করা হচ্ছে আক্রমণ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ চলছে অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ক্রিকেটার কনস্টাসকে ধাক্কা মারার পর থেকেই কোহলি সমালোচিত। এবার অস্ট্রেলিয়ার আরেক সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’ গতকাল তাদের পেছনের পাতায় একটি খবরের শিরোনাম দিয়েছে, ‘বিরাট, আমি তোমার বাবা।’ সেখানে কোহলির ছবি না থাকলেও দেওয়া হয়েছে কনস্টাসের ছবি। শিরোনামের নিচে আরও লেখা, ‘তরুণ ক্রিকেটার কোহলি ও তাঁর ভারতকে দুমড়ে মুচড়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে সাহায্য করেছে।’
‘দ্য সানডে টাইমসের’ আগে গত ২৭ ডিসেম্বর কোহলিকে লক্ষ্য করে সংবাদ করেছিল অস্ট্রেলিয়ার অন্য এক সংবাদপত্র। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে। ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছিল, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছিল, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’
কনস্টাসকে ধাক্কা দেওয়ায় আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় ব্যাটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এই আইন বলছে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন। তবে এই শাস্তি কম হয়ে গেছে বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় ক্রিকেটের অভিভাবক সংস্থার ওপর ক্ষোভ ঝেরেছেন অনেকেই।
আরও পড়ুন:
বিরাট কোহলি যেন ‘খাল কেটে কুমির’ এনেছেন। এমনিতেই প্রতিপক্ষের ক্রিকেটারদের কত যে তাতিয়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। তবে স্যাম কনস্টাসকে ধাক্কামারার ঘটনা যে ছাড়িয়ে গেছে সব কিছুকেই। সমালোচনা তো হচ্ছেই, এমনকি ব্যক্তিগতভাবে কোহলির ওপর করা হচ্ছে আক্রমণ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ চলছে অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ক্রিকেটার কনস্টাসকে ধাক্কা মারার পর থেকেই কোহলি সমালোচিত। এবার অস্ট্রেলিয়ার আরেক সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’ গতকাল তাদের পেছনের পাতায় একটি খবরের শিরোনাম দিয়েছে, ‘বিরাট, আমি তোমার বাবা।’ সেখানে কোহলির ছবি না থাকলেও দেওয়া হয়েছে কনস্টাসের ছবি। শিরোনামের নিচে আরও লেখা, ‘তরুণ ক্রিকেটার কোহলি ও তাঁর ভারতকে দুমড়ে মুচড়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে সাহায্য করেছে।’
‘দ্য সানডে টাইমসের’ আগে গত ২৭ ডিসেম্বর কোহলিকে লক্ষ্য করে সংবাদ করেছিল অস্ট্রেলিয়ার অন্য এক সংবাদপত্র। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে। ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছিল, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছিল, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’
কনস্টাসকে ধাক্কা দেওয়ায় আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় ব্যাটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এই আইন বলছে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন। তবে এই শাস্তি কম হয়ে গেছে বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় ক্রিকেটের অভিভাবক সংস্থার ওপর ক্ষোভ ঝেরেছেন অনেকেই।
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে