Ajker Patrika

‘আই লাভ ইউ পাপা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮: ০২
‘আই লাভ ইউ পাপা’

মিরপুরে চলছে বাংলাদেশ–ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটা মাঠে বসেই দেখতে চেয়েছে তাসকিন আহমেদের ছেলে তাসফিন আহমেদ রিহান।

এই মুহূর্তে বাংলাদেশ দলের এক নম্বর পেসার তাসকিন ছেলেকে হতাশ করেননি। আরও একবার দুর্দান্ত বোলিংয়ে দলের সঙ্গে ছেলের মুখেও হাসি ফুটিয়েছেন তাসকিন। বাবা তাসকিনের বোলিংয়ের সময় টিভি ক্যামেরায় ধরা পড়েছে তাসকিনের ছেলের হাতে থাকা প্ল্যাকার্ড। যেখানে লেখা, ‘আই লাভ ইউ পাপা।’

ছেলের হাতে থাকা এই প্ল্যাকার্ড সামাজিক মাধ্যমে তাসকিনের ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে। যেখানে ক্যাপশনে একটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেওয়া হয়েছে। আজ ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তাসকিন।

ইংলিশ ওপেনার ডেভিড মালানের উইকেট নিয়েছেন তাসকিন। শুধু তাসকিন নয়, মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ১১৭ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৭ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত