ক্রীড়া ডেস্ক
৭৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে দিয়েছেন শারফেন রাদারফোর্ড। সেন্ট কিটসে গত রাতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ছুয়েছেন তিন অঙ্ক। তবে ঝোড়ো সেঞ্চুরির পরও হতাশ ক্যারিবীয় এই ব্যাটার।
৪৭তম ওভারের প্রথম বলে সৌম্য সরকারকে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের পরম আরাধ্য সেঞ্চুরিটা পেয়েছেন রাদারফোর্ড। একই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আরও দুটি ছক্কা মারেন রাদারফোর্ড। সৌম্যর ওভারে ছক্কার হ্যাটট্রিক করা রাদারফোর্ড আউট হয়েছেন চতুর্থ বলেই। শর্ট থার্ড ম্যানে নাহিদ রানার তালুবন্দী হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলে ৭ চার ও ৮ ছক্কায় রাদারফোর্ড করেন ১১১ রান। তিনি যখন আউট হয়েছেন, তখন উইন্ডিজের প্রয়োজন ছিল ২০ বলে ৭ রান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রাদারফোর্ড পেলেও তাঁর হতাশা বুঝতে পেরেছেন শাই হোপ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ম্যাচ শেষ করতে না আসার জন্য হতাশ ছিল সে।’
২৯৫ রান তাড়া করতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে ধীরে ধীরে ম্যাচ ফিরতে থাকে উইন্ডিজ। চতুর্থ উইকেটে হোপের সঙ্গে ৯৩ বলে ৯৯ রানের জুটি গড়তে অবদান রাখেন রাদারফোর্ড। অধিনায়কের সঙ্গে জুটি প্রসঙ্গে রাদারফোর্ড বলেন, ‘জুটিটা দারুণ ছিল। তিনি বললেন ম্যাচটা গভীরে নিতে। ধারাবাহিকভাবে খেলার চেষ্টা করেছি এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি রান করছি নিয়মিত।’
১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৪৩ রান করেন রাদারফোর্ড। গড় ও স্ট্রাইকরেট ৭৩.৮৩ ও ১১১.৩০। ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার যে কতটা ভয়ংকর, সেটা তাঁর গড়, স্ট্রাইকরেটে স্পষ্ট। ফর্মের তুঙ্গে থাকা রাদারফোর্ড সবশেষ ৫ ম্যাচের পাঁচটিতেই পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেন। সতীর্থের এমন ব্যাটিংয়ে মুগ্ধ হোপ বলেন, ‘আমার মতে রাদারফোর্ড তার ব্যাটিংয়ে উন্নতি করেছে। আমরা ধারাবাহিকতা নিয়ে প্রায়ই কথা বলি এবং সেটা সে করে দেখাচ্ছে। সে বলের ওপর ভালোভাবে আঘাত করতে পারে। তার কঠোর পরিশ্রম দারুণ কাজে দিয়েছে।’ নিজের দুর্দান্ত ফর্ম প্রসঙ্গে রাদারফোর্ড বলেন, ‘কঠোর পরিশ্রম করতে হবে। সেরাটা দিতে সম্ভাব্য সব কিছুই আমি করছি।’
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এরপর গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। গত রাতে সেই জুজু কাটাল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। সেন্ট কিটসে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর দল দুটি খেলবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
৭৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে দিয়েছেন শারফেন রাদারফোর্ড। সেন্ট কিটসে গত রাতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ছুয়েছেন তিন অঙ্ক। তবে ঝোড়ো সেঞ্চুরির পরও হতাশ ক্যারিবীয় এই ব্যাটার।
৪৭তম ওভারের প্রথম বলে সৌম্য সরকারকে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের পরম আরাধ্য সেঞ্চুরিটা পেয়েছেন রাদারফোর্ড। একই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আরও দুটি ছক্কা মারেন রাদারফোর্ড। সৌম্যর ওভারে ছক্কার হ্যাটট্রিক করা রাদারফোর্ড আউট হয়েছেন চতুর্থ বলেই। শর্ট থার্ড ম্যানে নাহিদ রানার তালুবন্দী হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলে ৭ চার ও ৮ ছক্কায় রাদারফোর্ড করেন ১১১ রান। তিনি যখন আউট হয়েছেন, তখন উইন্ডিজের প্রয়োজন ছিল ২০ বলে ৭ রান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রাদারফোর্ড পেলেও তাঁর হতাশা বুঝতে পেরেছেন শাই হোপ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ম্যাচ শেষ করতে না আসার জন্য হতাশ ছিল সে।’
২৯৫ রান তাড়া করতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে ধীরে ধীরে ম্যাচ ফিরতে থাকে উইন্ডিজ। চতুর্থ উইকেটে হোপের সঙ্গে ৯৩ বলে ৯৯ রানের জুটি গড়তে অবদান রাখেন রাদারফোর্ড। অধিনায়কের সঙ্গে জুটি প্রসঙ্গে রাদারফোর্ড বলেন, ‘জুটিটা দারুণ ছিল। তিনি বললেন ম্যাচটা গভীরে নিতে। ধারাবাহিকভাবে খেলার চেষ্টা করেছি এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি রান করছি নিয়মিত।’
১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৪৩ রান করেন রাদারফোর্ড। গড় ও স্ট্রাইকরেট ৭৩.৮৩ ও ১১১.৩০। ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার যে কতটা ভয়ংকর, সেটা তাঁর গড়, স্ট্রাইকরেটে স্পষ্ট। ফর্মের তুঙ্গে থাকা রাদারফোর্ড সবশেষ ৫ ম্যাচের পাঁচটিতেই পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেন। সতীর্থের এমন ব্যাটিংয়ে মুগ্ধ হোপ বলেন, ‘আমার মতে রাদারফোর্ড তার ব্যাটিংয়ে উন্নতি করেছে। আমরা ধারাবাহিকতা নিয়ে প্রায়ই কথা বলি এবং সেটা সে করে দেখাচ্ছে। সে বলের ওপর ভালোভাবে আঘাত করতে পারে। তার কঠোর পরিশ্রম দারুণ কাজে দিয়েছে।’ নিজের দুর্দান্ত ফর্ম প্রসঙ্গে রাদারফোর্ড বলেন, ‘কঠোর পরিশ্রম করতে হবে। সেরাটা দিতে সম্ভাব্য সব কিছুই আমি করছি।’
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এরপর গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। গত রাতে সেই জুজু কাটাল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। সেন্ট কিটসে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর দল দুটি খেলবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি এ বছরের জুলাইয়ে ফাঁস করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই ছিল বাকি। সেই জানা সূচিটা আজ আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
১ ঘণ্টা আগেম্যাড়মেড়ে এক ফাইনাল দিয়ে সিলেটে আজ শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর-ঢাকা মহানগর ফাইনালে চার-ছক্কার ফুলঝুরি দূরে থাক, রান করতেই ব্যাটারদের রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে