নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন তাইজুল ইসলামের ঘূর্ণি আর ঋশভ পন্তের পাল্টা আক্রমণের বিজ্ঞাপন হয়ে থাকল। তাইজুলের ধাক্কায় ৪৭ রানে ৩ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়িয়েছে পন্তের দারুণ এক ক্যামিওতে। শেষ পর্যন্ত ওই ৩ উইকেটে ৮৫ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে ভারত।
পন্ত ২৬ বলে ২৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। ইনিংসে ৪টি চারের সঙ্গে রয়েছে ১টি ছক্কার মার। তাঁর সঙ্গী চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন ১২ রান নিয়ে। শুরুটা অবশ্য দারুণই করেছিল ভারত। দুই ওপেনার শুভমান গিল ও লোকেশের জুটি ভাঙে গিলের মুহূর্তের উত্তেজনায়। তাইজুলের বলটা সুইপ করতে গিয়ে ইয়াসির আলী রাব্বির হাতে ধরা পড়েন গিল। ৪০ বলে ২০ রান করেন তিনি।
রাহুল শিকার হন খালেদ আহমেদের। অফ স্টাম্পের বাইরের বলটা খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন রাহুল। ৫৪ বলে ২২ রান করেন ভারত অধিনায়ক। তবে প্রথম সেশনের সেরা উইকেটের মুহূর্ত বিরাট কোহলিকে ঘিরে। তাইজুলের টার্নের কাছে বোকা বনে এলবিডব্লিউ হয়ে ফেরেন কোহলি। বাঁহাতি স্পিনারের স্বপ্নের ডেলিভারি যাকে বলে। তাইজুলের উদ্যাপনও দেখার মতো।
কোহলির বিদায়ের পর সেশনের বাকি অংশটা পন্ত শো। টেস্ট ক্রিকেটে পন্তের এমন আক্রমণাত্মক পাল্টা আক্রমণের ব্যাটিং অবশ্য নতুন নয়। এভাবেই ব্যাটিং করে চাপটা প্রতিপক্ষের ওপর সরিয়ে দেন। এই পন্তকে আটকানোই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন তাইজুল ইসলামের ঘূর্ণি আর ঋশভ পন্তের পাল্টা আক্রমণের বিজ্ঞাপন হয়ে থাকল। তাইজুলের ধাক্কায় ৪৭ রানে ৩ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়িয়েছে পন্তের দারুণ এক ক্যামিওতে। শেষ পর্যন্ত ওই ৩ উইকেটে ৮৫ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে ভারত।
পন্ত ২৬ বলে ২৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। ইনিংসে ৪টি চারের সঙ্গে রয়েছে ১টি ছক্কার মার। তাঁর সঙ্গী চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন ১২ রান নিয়ে। শুরুটা অবশ্য দারুণই করেছিল ভারত। দুই ওপেনার শুভমান গিল ও লোকেশের জুটি ভাঙে গিলের মুহূর্তের উত্তেজনায়। তাইজুলের বলটা সুইপ করতে গিয়ে ইয়াসির আলী রাব্বির হাতে ধরা পড়েন গিল। ৪০ বলে ২০ রান করেন তিনি।
রাহুল শিকার হন খালেদ আহমেদের। অফ স্টাম্পের বাইরের বলটা খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন রাহুল। ৫৪ বলে ২২ রান করেন ভারত অধিনায়ক। তবে প্রথম সেশনের সেরা উইকেটের মুহূর্ত বিরাট কোহলিকে ঘিরে। তাইজুলের টার্নের কাছে বোকা বনে এলবিডব্লিউ হয়ে ফেরেন কোহলি। বাঁহাতি স্পিনারের স্বপ্নের ডেলিভারি যাকে বলে। তাইজুলের উদ্যাপনও দেখার মতো।
কোহলির বিদায়ের পর সেশনের বাকি অংশটা পন্ত শো। টেস্ট ক্রিকেটে পন্তের এমন আক্রমণাত্মক পাল্টা আক্রমণের ব্যাটিং অবশ্য নতুন নয়। এভাবেই ব্যাটিং করে চাপটা প্রতিপক্ষের ওপর সরিয়ে দেন। এই পন্তকে আটকানোই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে