সুযোগ পেলে পাকিস্তানকে আবারও হারাবে যুক্তরাষ্ট্র,আসিফের দাবি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ২২: ১৫

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন তো কম হয়নি। যেগুলোর মধ্যে অন্যতম পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠা। আবার পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ হলে তখনও পাকিস্তান হারবে বলে দাবি মোহাম্মদ আসিফের।

প্রায় দুই মাস আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে  প্রথম কোনো আইসিসি ইভেন্টে খেলে যুক্তরাষ্ট্র। সেবারই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মুখোমুখি হয় পাকিস্তান-যুক্তরাষ্ট্র। ডালাসে ৬ জুন বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জেতে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজতে এটাই ছিল বড় প্রভাবক। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর তখন অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান দলকে। যেখানে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে প্রবাসী ক্রিকেটারের সংখ্যা বেশি।

বিশ্বকাপ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের শুরু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান ১০ উইকেটে হেরেছে সিরিজের প্রথম টেস্টে। এ কারণেই কি না পাকিস্তানের ওপর তোপ দাগলেন আসিফ। স্থানীয় এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে পুরোনো কাসুন্দি টেনে  পাকিস্তানি এই পেসার বলেন,‘যুক্তরাষ্ট্রের কাছে হেরেছি আমরা। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছে প্রথমবারের মতো। তারা এমনকি বাছাইপর্বও পেরোয়নি। আয়োজক হওয়ার কারণে তারা খেলেছে। বর্তমান পরিস্থিতি যা চলছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র আবার পাকিস্তানকে হারাবে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম।  কয়েক মাস পর বাবরকেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে ভরাডুবি হয় পাকিস্তানের। তখন পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্বে ছিলেন গ্যারি কারস্টেন। দুই বছর পর যখন হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক মৌসুম, সেই টুর্নামেন্ট সামনে রেখে দল পুনর্গঠনের তাগিদ দিলেন আসিফ। পাকিস্তানি এই পেসার বলেন,‘২০২৬ বিশ্বকাপের আগে আমাদের অধিনায়ক, কোচ ও খেলোয়াড় পরিবর্তন করতে হবে। এই দল নিয়ে দুই বছর পরিকল্পনা করতে হবে। ২০ খেলোয়াড়ের সঙ্গে আমরা কাজ করতে চাই। তবে একই ভুল আমরা করছি। এটাই এখন আপনাদের বলছি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মূলত পাকিস্তানের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়। সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচ করা হয় কারস্টেনকে। জেসন গিলেস্পি হয়েছেন লাল বলের প্রধান কোচ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটাই গিলেস্পির অধীনে পাকিস্তানের প্রথম কোনো সিরিজ। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে। এই টেস্ট ম্যাচও হবে রাওয়ালপিন্ডিতে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত