ক্রীড়া ডেস্ক
হতাশা আর লজ্জা দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভে বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দল যারা পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি। মাহমুদউল্লাহরা টানা দুই ম্যাচে অলআউট হয়েছেন ১০০ রানের নিচে। বাংলাদেশ দলের সমর্থকেরা তাতে যেমন প্রচণ্ড ক্ষুব্ধ, একই সঙ্গে ভীষণ রকম হতাশ।
ঠিক কী কারণে বিশ্বকাপে বাংলাদেশের এমন হাল- এর পেছনে নানা কারণ খুঁজে বের করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হকরা দায় দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) অপরিকল্পিত ব্যবস্থাপনাকে। উল্টোপিঠে দক্ষিণ আফ্রিকার সাবেক গতি দানব ডেল স্টেইনের চোখে খলনায়ক স্বয়ং বাংলাদেশের ক্রিকেটারেরাই!
মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্বকাপে ক্রিকেট পণ্ডিত হিসেবে নিজেকে নতুন পরিচয়ে রাঙাচ্ছেন ‘স্টেইন গান’। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। কিছুদিন আগে সাকিব-মুশফিকদের দেশের বাইরে বেশি বেশি টি-টোয়েন্টি খেলার পরামর্শ দিয়েছিলেন। এবার তাঁর কাঠগড়ায় বাংলাদেশি ক্রিকেটারেরাই।
বিশ্বকাপ উপলক্ষে এক টিভি অনুষ্ঠানের ধারাভাষ্যকার প্যানেলে আছেন স্টেইন। ধারাভাষ্য কক্ষে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাংলাদেশি ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার।
কী কারণে মুশফিক-মাহমুদউল্লাহদের এমন ভরাডুবি, বাংলাদেশি ভক্তের এমন প্রশ্নের জবাবে স্টেইন বলেছেন, ‘বিশ্বকাপে যেমন পারফরম্যান্স হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারেরা বাস্তবে এর চেয়ে যথেষ্ট ভালো খেলোয়াড়। ব্যবস্থাপনাকে দোষ না দিয়ে খেলোয়াড়দেরই দায় নিতে হবে। হয় আপনাকে খেলতে হবে, নয়তো নয়। বাংলাদেশের ক্রিকেটারেরা কেউই খেলতে চায়নি।’
হতাশা আর লজ্জা দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভে বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দল যারা পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি। মাহমুদউল্লাহরা টানা দুই ম্যাচে অলআউট হয়েছেন ১০০ রানের নিচে। বাংলাদেশ দলের সমর্থকেরা তাতে যেমন প্রচণ্ড ক্ষুব্ধ, একই সঙ্গে ভীষণ রকম হতাশ।
ঠিক কী কারণে বিশ্বকাপে বাংলাদেশের এমন হাল- এর পেছনে নানা কারণ খুঁজে বের করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হকরা দায় দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) অপরিকল্পিত ব্যবস্থাপনাকে। উল্টোপিঠে দক্ষিণ আফ্রিকার সাবেক গতি দানব ডেল স্টেইনের চোখে খলনায়ক স্বয়ং বাংলাদেশের ক্রিকেটারেরাই!
মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্বকাপে ক্রিকেট পণ্ডিত হিসেবে নিজেকে নতুন পরিচয়ে রাঙাচ্ছেন ‘স্টেইন গান’। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। কিছুদিন আগে সাকিব-মুশফিকদের দেশের বাইরে বেশি বেশি টি-টোয়েন্টি খেলার পরামর্শ দিয়েছিলেন। এবার তাঁর কাঠগড়ায় বাংলাদেশি ক্রিকেটারেরাই।
বিশ্বকাপ উপলক্ষে এক টিভি অনুষ্ঠানের ধারাভাষ্যকার প্যানেলে আছেন স্টেইন। ধারাভাষ্য কক্ষে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাংলাদেশি ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার।
কী কারণে মুশফিক-মাহমুদউল্লাহদের এমন ভরাডুবি, বাংলাদেশি ভক্তের এমন প্রশ্নের জবাবে স্টেইন বলেছেন, ‘বিশ্বকাপে যেমন পারফরম্যান্স হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারেরা বাস্তবে এর চেয়ে যথেষ্ট ভালো খেলোয়াড়। ব্যবস্থাপনাকে দোষ না দিয়ে খেলোয়াড়দেরই দায় নিতে হবে। হয় আপনাকে খেলতে হবে, নয়তো নয়। বাংলাদেশের ক্রিকেটারেরা কেউই খেলতে চায়নি।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে