নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।
এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।
সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।
এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২৮ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগে