Ajker Patrika

তামিমের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় টুর্নামেন্ট নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিমের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় টুর্নামেন্ট নয়

কদিন ধরে ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে পক্ষে-বিপক্ষে হয়েছে নানা আলোচনা। সর্বশেষ আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস অবশ্য আশ্বস্ত করেছিলেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই। আইসিসির শীর্ষ কর্তার মতো বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও মনে করেন, ওয়ানডে সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ।

আজ হারারেতে তামিম ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ। আমি তো বলছিই। আইসিসিও নিশ্চয়ই বলেছে। এই সংস্করণের খেলাটা সবাই দেখতে পছন্দ করে। আপনি যদি আইসিসির বড় টুর্নামেন্ট দেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বড় টুর্নামেন্ট নয়। বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপই। এটা ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ।’

কদিন আগে ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। পরে উসমান খাজা বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে। ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান আরও অনেকেই। অবশ্য এই সংস্করণেই সবচেয়ে বেশি ধারাবাহিক বাংলাদেশ। 

সেই ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ কাল থেকে শুরু করছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যতই ধারাবাহিকতা থাকুক, সিরিজটা নিয়ে অবশ্য তামিম বেশ সতর্ক, ‘যদি দুটি দলের হিসাব করেন তাহলে আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলা আসলে ভালো দল দিয়ে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো বা খারাপ খেলছে, হার-জিত সেটা দিয়েই নিশ্চিত হয়। আপনি টি–টোয়েন্টি সিরিজে দেখেছেন, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এ কারণেই সিরিজ জিতেছে। তাই তাদের হারাতে হলে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত