ওয়েস্ট ইন্ডিজ সফর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিকুর রহিমের বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ। আঙুলের চোটে আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। তবে টেস্ট সিরিজের পর সফরে ওয়ানডে সিরিজে মুশফিককে পাওয়ার আশা বিসিবির।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে দুই সপ্তাহ পর। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিনই ব্যান্ডেজ খোলা হবে। প্রায় স্পষ্ট, লাল বলের সিরিজে থাকছেন না মুশফিক।
মুশফিকের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খুলব আমরা দুই সপ্তাহ পর। ব্যান্ডেজ খোলার পরই আঙুলের চোটের পরবর্তী অবস্থা কেমন তা নিরূপণ করব। এই সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। অবস্থা ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার মাঠে ফিরবেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, সেখানে মুশফিককে পাওয়ার আশা বিসিবির। তবে সাদা বলের সিরিজেও তাঁর খেলাটা নির্ভর করছে আঙুলের অবস্থা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার ওপর।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘মুশফিকের চোটের ব্যাপারে আমাদের চিকিৎসকেরা যা জানিয়েছে, তাতে সেরে উঠতে এক মাসের কাছাকাছি সময় লাগবে। সে হিসেবে তাকে আমরা টেস্ট সিরিজে পাচ্ছি না। ওয়ানডে সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আঙুলের চোট ভালো হয়ে গেলে ওয়ানডে সিরিজে থাকতে পারে।’
গত পরশু শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ছিটকে যান সিরিজ থেকেই।
মুশফিকুর রহিমের বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ। আঙুলের চোটে আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। তবে টেস্ট সিরিজের পর সফরে ওয়ানডে সিরিজে মুশফিককে পাওয়ার আশা বিসিবির।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে দুই সপ্তাহ পর। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিনই ব্যান্ডেজ খোলা হবে। প্রায় স্পষ্ট, লাল বলের সিরিজে থাকছেন না মুশফিক।
মুশফিকের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খুলব আমরা দুই সপ্তাহ পর। ব্যান্ডেজ খোলার পরই আঙুলের চোটের পরবর্তী অবস্থা কেমন তা নিরূপণ করব। এই সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। অবস্থা ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার মাঠে ফিরবেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, সেখানে মুশফিককে পাওয়ার আশা বিসিবির। তবে সাদা বলের সিরিজেও তাঁর খেলাটা নির্ভর করছে আঙুলের অবস্থা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার ওপর।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘মুশফিকের চোটের ব্যাপারে আমাদের চিকিৎসকেরা যা জানিয়েছে, তাতে সেরে উঠতে এক মাসের কাছাকাছি সময় লাগবে। সে হিসেবে তাকে আমরা টেস্ট সিরিজে পাচ্ছি না। ওয়ানডে সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আঙুলের চোট ভালো হয়ে গেলে ওয়ানডে সিরিজে থাকতে পারে।’
গত পরশু শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ছিটকে যান সিরিজ থেকেই।
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল দিয়েছে আগে। এবার ১৫ সদস্যের দল দিল ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয় দলে নতুন চমক উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু। এ ছাড়া ১০ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
১ ঘণ্টা আগেটেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। গতরাতে জ্যামাইকার কিংস্টনে তাঁর গতির সামনে নাস্তানাবুদ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ২২ বছর বয়সী পেসারের তোপ সামলাতে না পেরে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৬ রানে।
৩ ঘণ্টা আগেচ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হয়েছে আগেই। শুরু হয়েছে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলও। আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের আরেক প্রতিযোগিতা—ফেডারেশন কাপ ফুটবল।
৪ ঘণ্টা আগেতৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন নাহিদ রানা। তাঁর অফ স্টাম্পের সামান্য বাইরে করা ফুল লেন্থের বল একটু সামনে ঝুঁকে ড্রাইভ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল ভাসলেও প্রথম স্লিপে থাকা সাদমান ইসলাম সামনে ঝুঁকে তালুবন্দী করতে পারেননি।
৪ ঘণ্টা আগে