ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস ওকস। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। গত সাড়ে তিন মাসে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি এই ইংলিশ অলরাউন্ডারকে।
ওকস কবে আবারও ক্রিকেটে ফিরবেন সেটিও অনিশ্চিত। কাছাকাছি সময়ে ফেরারও আভাস নেই। ভেঙে পড়েছেন বাবার মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এতটুকু জানিয়েছেন, উপযুক্ত সময় হলেই তিনি ফিরবেন ক্রিকেটে।
২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা ছিল ওকসের। সুযোগ হয়নি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি মৌসুম শুরু হয়ে গেলেও অনুপস্থিত ওয়ারউইকশায়ারের এই তারকা ক্রিকেটার।
কেন ক্রিকেট থেকে দূরে, এক্স অ্যাকাউন্টে ওকস সেটি পরিষ্কার করলেন, ‘গত মাসজুড়ে ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়, যখন মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গে, আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কবে ফিরবেন সেটি অবশ্য স্পষ্ট করেননি। ওকস লিখেছেন, ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব, যে দলকে আমার বাবা ভালোবাসতেন হৃদয় দিয়ে। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে আবার তা করার অপেক্ষায় থাকব।’
ওকস ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২০৩ ম্যাচ। বল হাতে নিয়েছেন ৩৫৩ উইকেট এবং নামের পাশে রয়েছে ৩৪২৫ রান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস ওকস। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। গত সাড়ে তিন মাসে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি এই ইংলিশ অলরাউন্ডারকে।
ওকস কবে আবারও ক্রিকেটে ফিরবেন সেটিও অনিশ্চিত। কাছাকাছি সময়ে ফেরারও আভাস নেই। ভেঙে পড়েছেন বাবার মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এতটুকু জানিয়েছেন, উপযুক্ত সময় হলেই তিনি ফিরবেন ক্রিকেটে।
২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা ছিল ওকসের। সুযোগ হয়নি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি মৌসুম শুরু হয়ে গেলেও অনুপস্থিত ওয়ারউইকশায়ারের এই তারকা ক্রিকেটার।
কেন ক্রিকেট থেকে দূরে, এক্স অ্যাকাউন্টে ওকস সেটি পরিষ্কার করলেন, ‘গত মাসজুড়ে ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়, যখন মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গে, আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কবে ফিরবেন সেটি অবশ্য স্পষ্ট করেননি। ওকস লিখেছেন, ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব, যে দলকে আমার বাবা ভালোবাসতেন হৃদয় দিয়ে। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে আবার তা করার অপেক্ষায় থাকব।’
ওকস ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২০৩ ম্যাচ। বল হাতে নিয়েছেন ৩৫৩ উইকেট এবং নামের পাশে রয়েছে ৩৪২৫ রান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৯ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৯ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ঘণ্টা আগে