নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গোছানো হয়েই গেছে বাংলাদেশের। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ড সিরিজপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন একই কথা। আর নির্বাচকেরা জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচের পর ঘোষণা হতে পারে সেই দল। দল যখন গোছানোই আছে, সিরিজের আগেই কেন দল ঘোষণা করেনি বিসিবি?
গত সোমবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা গেলে দারুণ হতো। তাতে খেলোয়াড়রা আরেকটু নির্ভার হয়ে খেলতে পারত।’ গতকাল মঙ্গলবার মাহমুদউল্লাহও কোচের কথারই পুনরাবৃত্তি করলেন। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগেই দল (টি-২০ বিশ্বকাপের) ঘোষণা করতে পারলে দারুণ হতো। খেলোয়াড়রা নির্ভার থাকতে পারত। তবে এটা আমাদের হাতে নেই। মোটামুটি দল গোছানো আছে। নির্বাচকেরা দ্রুত দল দিয়ে দেবেন। তবে সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সে ক্ষেত্রে খেলোয়াড়েরা নির্ভার থাকতে পারত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ১৯ ক্রিকেটার। চোটে পড়ে দলের বাইরে থাকা তামিম ইকবালকে যোগ করলে দল হয়ে যায় ২০ জনের। এই ২০ জনের মধ্যে ছয়-সাতজনের একাদশে জায়গা হয়তো পাকা। বাকিদের কম-বেশি যেতে হবে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। একাদশে যাঁদের জায়গা কিছুটা ‘নড়বড়ে’, তাঁদের নিউজিল্যান্ড সিরিজটা খেলতে হবে দুর্দান্ত পারফরম্যান্স আর বিশ্বকাপ দলে থাকা না-থাকার ভাবনা নিয়ে। যদিও নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স খুব একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে প্রভাব ফেলবে না, সেটি নির্বাচকেরা আগেই জানিয়েছেন। কারণ, সিরিজের মাঝপথেই ঘোষণা করা হবে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ যে ১০ সেপ্টেম্বর।
তৈরি দল ঘোষণা হতে দেরি কেন–এই প্রশ্নে নির্বাচকেরা অবশ্য অভিন্ন উত্তর দিচ্ছেন, ‘বিশ্বকাপের দল, একটু রয়ে-সয়েই দিচ্ছি। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই।’ নির্বাচকেরা বরং অবাক হয়েছেন কোচ–অধিনায়কের মন্তব্য শুনে। নির্বাচকদের যুক্তি, কোচ-অধিনায়ক জানেন কে বিশ্বকাপ দলে থাকছেন, কে থাকছেন না! দু-একটা জায়গা বাদে বেশির ভাগের সমাধান করে ফেলেছেন তাঁরা।
গোছানো দলটা কেমন হচ্ছে–এ নিয়ে নির্বাচকেরা তো বটেই, মাহমুদউল্লাহ নিজেও একটু রহস্য করলেন কাল। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এ নিয়ে কোচের সঙ্গে আমার আলাপ হয়েছে। নির্বাচকেরাও তাঁদের মত দেবেন। শিগগির আপনারাও জানতে পারবেন (দল)।’
এর মধ্যেই অনেক দল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। নিউজিল্যান্ড তো বাংলাদেশ সফরে আসার আগেই দল দিয়েছে। বাংলাদেশে যে কিউই দলটি এসেছে, সে দলের কেউ নেই তাদের বিশ্বকাপের স্কোয়াডে। টম ল্যাথাম-কলিন ডি গ্র্যান্ডহোমদের সামনে তাই চাপমুক্ত থেকে নির্ভার ক্রিকেট খেলার সুযোগ। এই সিরিজে তাদের খুব একটা চাওয়া-পাওয়া নেই!
সিরিজের প্রথম দুই-তিন ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের সে সুযোগটা কম। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল অনেকটা গোছানো হলেও এরই মধ্যে কয়েকটি পজিশনে বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। টুর্নামেন্টে কিপিং কে করবেন–মুশফিকুর রহিম নাকি নুরুল হাসান সোহান। এই প্রশ্নটা নিয়ে আপত্তি তুলেছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পর্যন্ত। তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে থাকবেন কে–লিটন দাস, মোহাম্মদ নাঈম নাকি সৌম্য সরকার? এ প্রশ্নও সামনে এসেছে।
বিশ্বকাপের দলটা নিউজিল্যান্ড সিরিজের আগে ঘোষণা করলে এসব প্রশ্ন হয়তো এতটা উচ্চকিত হতো না। তাতে ল্যাথামদের মতো সৌম্যরাও খেলতে পারতেন পুরোপুরি নির্ভার হয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গোছানো হয়েই গেছে বাংলাদেশের। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ড সিরিজপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন একই কথা। আর নির্বাচকেরা জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচের পর ঘোষণা হতে পারে সেই দল। দল যখন গোছানোই আছে, সিরিজের আগেই কেন দল ঘোষণা করেনি বিসিবি?
গত সোমবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা গেলে দারুণ হতো। তাতে খেলোয়াড়রা আরেকটু নির্ভার হয়ে খেলতে পারত।’ গতকাল মঙ্গলবার মাহমুদউল্লাহও কোচের কথারই পুনরাবৃত্তি করলেন। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগেই দল (টি-২০ বিশ্বকাপের) ঘোষণা করতে পারলে দারুণ হতো। খেলোয়াড়রা নির্ভার থাকতে পারত। তবে এটা আমাদের হাতে নেই। মোটামুটি দল গোছানো আছে। নির্বাচকেরা দ্রুত দল দিয়ে দেবেন। তবে সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সে ক্ষেত্রে খেলোয়াড়েরা নির্ভার থাকতে পারত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ১৯ ক্রিকেটার। চোটে পড়ে দলের বাইরে থাকা তামিম ইকবালকে যোগ করলে দল হয়ে যায় ২০ জনের। এই ২০ জনের মধ্যে ছয়-সাতজনের একাদশে জায়গা হয়তো পাকা। বাকিদের কম-বেশি যেতে হবে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। একাদশে যাঁদের জায়গা কিছুটা ‘নড়বড়ে’, তাঁদের নিউজিল্যান্ড সিরিজটা খেলতে হবে দুর্দান্ত পারফরম্যান্স আর বিশ্বকাপ দলে থাকা না-থাকার ভাবনা নিয়ে। যদিও নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স খুব একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে প্রভাব ফেলবে না, সেটি নির্বাচকেরা আগেই জানিয়েছেন। কারণ, সিরিজের মাঝপথেই ঘোষণা করা হবে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ যে ১০ সেপ্টেম্বর।
তৈরি দল ঘোষণা হতে দেরি কেন–এই প্রশ্নে নির্বাচকেরা অবশ্য অভিন্ন উত্তর দিচ্ছেন, ‘বিশ্বকাপের দল, একটু রয়ে-সয়েই দিচ্ছি। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই।’ নির্বাচকেরা বরং অবাক হয়েছেন কোচ–অধিনায়কের মন্তব্য শুনে। নির্বাচকদের যুক্তি, কোচ-অধিনায়ক জানেন কে বিশ্বকাপ দলে থাকছেন, কে থাকছেন না! দু-একটা জায়গা বাদে বেশির ভাগের সমাধান করে ফেলেছেন তাঁরা।
গোছানো দলটা কেমন হচ্ছে–এ নিয়ে নির্বাচকেরা তো বটেই, মাহমুদউল্লাহ নিজেও একটু রহস্য করলেন কাল। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এ নিয়ে কোচের সঙ্গে আমার আলাপ হয়েছে। নির্বাচকেরাও তাঁদের মত দেবেন। শিগগির আপনারাও জানতে পারবেন (দল)।’
এর মধ্যেই অনেক দল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। নিউজিল্যান্ড তো বাংলাদেশ সফরে আসার আগেই দল দিয়েছে। বাংলাদেশে যে কিউই দলটি এসেছে, সে দলের কেউ নেই তাদের বিশ্বকাপের স্কোয়াডে। টম ল্যাথাম-কলিন ডি গ্র্যান্ডহোমদের সামনে তাই চাপমুক্ত থেকে নির্ভার ক্রিকেট খেলার সুযোগ। এই সিরিজে তাদের খুব একটা চাওয়া-পাওয়া নেই!
সিরিজের প্রথম দুই-তিন ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের সে সুযোগটা কম। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল অনেকটা গোছানো হলেও এরই মধ্যে কয়েকটি পজিশনে বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। টুর্নামেন্টে কিপিং কে করবেন–মুশফিকুর রহিম নাকি নুরুল হাসান সোহান। এই প্রশ্নটা নিয়ে আপত্তি তুলেছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পর্যন্ত। তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে থাকবেন কে–লিটন দাস, মোহাম্মদ নাঈম নাকি সৌম্য সরকার? এ প্রশ্নও সামনে এসেছে।
বিশ্বকাপের দলটা নিউজিল্যান্ড সিরিজের আগে ঘোষণা করলে এসব প্রশ্ন হয়তো এতটা উচ্চকিত হতো না। তাতে ল্যাথামদের মতো সৌম্যরাও খেলতে পারতেন পুরোপুরি নির্ভার হয়ে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৮ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে