Ajker Patrika

ডোনাল্ডকে কোচ হিসেবে পেলেন তাসকিন-মোস্তাফিজরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২২, ২০: ১৩
ডোনাল্ডকে কোচ হিসেবে পেলেন তাসকিন-মোস্তাফিজরা

চুক্তির মেয়াদ শেষে তা নবায়নের আগ্রহ দেখাননি ওটিস গিবসন। পিএসএল দল মুলতান সুলতান্সের দায়িত্ব নেন ক্যারিবীয় কোচ। অবশেষে বাংলাদেশ দলে তাঁর শূন্যস্থান পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দিয়েছে বোর্ড। 

আফ্রিকান কোচের সঙ্গে বাংলাদেশের চুক্তি আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে কাজ শুরু করবেন ডোনাল্ড। আজ আজকের পত্রিকাকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

তিনি বলেছেন, ‘আমরা নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছি দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডকে; সে বাংলাদেশের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে কাজ করবে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমরা চুক্তি করেছি।’

গেল জানুয়ারিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষেই সরে দাঁড়ান গিবসন। তাঁর জায়গায় কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। মোস্তাফিজ-তাসকিনদের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কাজ করা শন টেইট। পরে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেন এই অস্ট্রেলিয়ান। শ্রীলঙ্কার পেস কিংবদন্তি চামিন্ডা ভাসের নামও শোনা যাচ্ছিল। সব খবরকে গুঞ্জন করে ডোনাল্ডকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত