ক্রীড়া ডেস্ক
ভারতের এভাবে ঘুরে দাঁড়ানোকে অসাধারণ বলতেই হবে। বেঙ্গালুরু টেস্ট শুরুর আগে কোচ গৌতম গম্ভীর বলেছিলেনন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে।’ প্রথম ইনিংসে লজ্জার ৪৬ রানে অলআউট হওয়ার পর আজ যেভাবে ব্যাট করলেন ভারতীয়রা, সেটি গম্ভীরের দর্শনেরই তো প্রতিফলন।
৩ উইকেটে ২৩১ রান নিয়ে তৃতীয় দিন পার করেছে ভারত। তারপরও বলা যাচ্ছে স্বাগতিকেরা শঙ্কামুক্ত। এখনো যে তারা ১২৫ রানে পিছিয়ে। আগামীকাল চতুর্থ দিন পুরো কাটিয়ে যদি বড় লক্ষ্য দিতে পারে তবেই হয়তো ড্র বা জয়ের আশা করতে পারেন রোহিত শর্মারা। তবে দিন শেষের আগে বিরাট কোহলির (৭০) হারানো কপাল কুঁচকে দিয়েছে ভারতের।
চা বিরতির আগে দ্বিতীয় সেশন শুরু করে ভারতীয় ব্যাটাররা এবার আর ভুল করেননি। যশস্বী জয়সওয়ালের (৩৫) সঙ্গে অধিনায়ক রোহিত (৫২) ওপেনিংয়ে গড়েন ৭২ রানের জুটি। দুজনকেই ফিরিয়েছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। এরপর তৃতীয় উইকেটে সরফরাজ খানের (৭০) সঙ্গে কোহলির ১৩৬ রানের জুটি। দিনটা যখন দুজনে নিশ্চিন্তে পার করে দেওয়ার চিন্তা করছিলেন তখনই ব্রেকথ্রু এনে দেন আরেক স্পিনার গ্লেন ফিলিপস। ইনিংসের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফেরেন কোহলি। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
ফেরার আগে নতুন মাইলফলক ছুঁয়েছেন কোহলি। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে পেয়েছেন টেস্ট ৯ হাজার রান। লড়াই বাঁচিয়ে রাখতে আগামীকাল সরফরাজকেই আরেকটি বড় জুটি গড়তে হবে। ৮৯.৭৪ স্ট্রাইরেটে ব্যাট করেছেন তিনি। ভারতও চেষ্টা করেছে রানরেটে বাড়িয়ে খেলতে।
তার আগে রাচিন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে থামে ৪০২ রানে। ২২ রানে দিন শুরু করা রাচিন রবীন্দ্র পেয়েছেন সেঞ্চুরি। ১৩৪ রানে তিনি থামেন কুলদীপ যাদবের বলে। তাঁর সঙ্গে দিন শুরু করা ড্যারিল মিচেল সকালে ফিরলেও রাচিনকে দারুণ সঙ্গ দেন টিম সাউদি। ফিফটি পেয়েছেন কিউই পেসার। করেছেন ৭৩ বলে ৬৫ রান। ৩ উইকেটে ১৮০ রানে দিন শুরু করা সফরকারীদের ইনিংস শেষ হয় রাচিন থামলে।
বেঙ্গালুরুতে আজ ছিল স্পিনারদের দাপট। তার মধ্যে কিউইদের প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও রবীন্দ্র জাদেজা।
ভারতের এভাবে ঘুরে দাঁড়ানোকে অসাধারণ বলতেই হবে। বেঙ্গালুরু টেস্ট শুরুর আগে কোচ গৌতম গম্ভীর বলেছিলেনন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে।’ প্রথম ইনিংসে লজ্জার ৪৬ রানে অলআউট হওয়ার পর আজ যেভাবে ব্যাট করলেন ভারতীয়রা, সেটি গম্ভীরের দর্শনেরই তো প্রতিফলন।
৩ উইকেটে ২৩১ রান নিয়ে তৃতীয় দিন পার করেছে ভারত। তারপরও বলা যাচ্ছে স্বাগতিকেরা শঙ্কামুক্ত। এখনো যে তারা ১২৫ রানে পিছিয়ে। আগামীকাল চতুর্থ দিন পুরো কাটিয়ে যদি বড় লক্ষ্য দিতে পারে তবেই হয়তো ড্র বা জয়ের আশা করতে পারেন রোহিত শর্মারা। তবে দিন শেষের আগে বিরাট কোহলির (৭০) হারানো কপাল কুঁচকে দিয়েছে ভারতের।
চা বিরতির আগে দ্বিতীয় সেশন শুরু করে ভারতীয় ব্যাটাররা এবার আর ভুল করেননি। যশস্বী জয়সওয়ালের (৩৫) সঙ্গে অধিনায়ক রোহিত (৫২) ওপেনিংয়ে গড়েন ৭২ রানের জুটি। দুজনকেই ফিরিয়েছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। এরপর তৃতীয় উইকেটে সরফরাজ খানের (৭০) সঙ্গে কোহলির ১৩৬ রানের জুটি। দিনটা যখন দুজনে নিশ্চিন্তে পার করে দেওয়ার চিন্তা করছিলেন তখনই ব্রেকথ্রু এনে দেন আরেক স্পিনার গ্লেন ফিলিপস। ইনিংসের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফেরেন কোহলি। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
ফেরার আগে নতুন মাইলফলক ছুঁয়েছেন কোহলি। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে পেয়েছেন টেস্ট ৯ হাজার রান। লড়াই বাঁচিয়ে রাখতে আগামীকাল সরফরাজকেই আরেকটি বড় জুটি গড়তে হবে। ৮৯.৭৪ স্ট্রাইরেটে ব্যাট করেছেন তিনি। ভারতও চেষ্টা করেছে রানরেটে বাড়িয়ে খেলতে।
তার আগে রাচিন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে থামে ৪০২ রানে। ২২ রানে দিন শুরু করা রাচিন রবীন্দ্র পেয়েছেন সেঞ্চুরি। ১৩৪ রানে তিনি থামেন কুলদীপ যাদবের বলে। তাঁর সঙ্গে দিন শুরু করা ড্যারিল মিচেল সকালে ফিরলেও রাচিনকে দারুণ সঙ্গ দেন টিম সাউদি। ফিফটি পেয়েছেন কিউই পেসার। করেছেন ৭৩ বলে ৬৫ রান। ৩ উইকেটে ১৮০ রানে দিন শুরু করা সফরকারীদের ইনিংস শেষ হয় রাচিন থামলে।
বেঙ্গালুরুতে আজ ছিল স্পিনারদের দাপট। তার মধ্যে কিউইদের প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও রবীন্দ্র জাদেজা।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪ ঘণ্টা আগে