ক্রীড়া ডেস্ক
অসাধারণ এক জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। স্মরণীয় এক জয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল ভারতকেও।
বাংলাদেশ, নিউজিল্যান্ড দুটি দলই এবারের সিরিজ দিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ১১৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮১ রানে। টেস্ট ইতিহাসে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের হারিয়ে ১০০ শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২ নম্বরে এখন বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানেরও ১০০ শতাংশ। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই করেছিল পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশের পরে ৩ নম্বরে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি করে জয় ও ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। শতাংশের হিসাবে ভারতের এখন ৬৬.৬৭। দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট দিয়ে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। শতাংশের হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ২০১৯-২১, ২০২১-২৩—দুই চক্রে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে)
পাকিস্তান: ১০০
বাংলাদেশ: ১০০
ভারত: ৬৬.৬৭
অস্ট্রেলিয়া: ৩০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
নিউজিল্যান্ড: ০
অসাধারণ এক জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। স্মরণীয় এক জয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল ভারতকেও।
বাংলাদেশ, নিউজিল্যান্ড দুটি দলই এবারের সিরিজ দিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ১১৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮১ রানে। টেস্ট ইতিহাসে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের হারিয়ে ১০০ শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২ নম্বরে এখন বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানেরও ১০০ শতাংশ। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই করেছিল পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশের পরে ৩ নম্বরে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি করে জয় ও ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। শতাংশের হিসাবে ভারতের এখন ৬৬.৬৭। দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট দিয়ে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। শতাংশের হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ২০১৯-২১, ২০২১-২৩—দুই চক্রে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে)
পাকিস্তান: ১০০
বাংলাদেশ: ১০০
ভারত: ৬৬.৬৭
অস্ট্রেলিয়া: ৩০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
নিউজিল্যান্ড: ০
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৩১ মিনিট আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
১ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
১ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
২ ঘণ্টা আগে