ক্রীড়া ডেস্ক
আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা ভারত কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। রোহিত শর্মার নেতৃত্বে এমন জয় পাওয়ার পর তাঁকে নিয়ে শুধু প্রশংসা আর প্রশংসা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহর মতে, রোহিতের নেতৃত্বে ভারত আরও বৈশ্বিক শিরোপা জিতবে।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—জনপ্রিয় এই প্রবাদের বাস্তব প্রমাণ ভারত প্রায় পেয়েই গিয়েছিল ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে। কারণ শিরোপা জিততে হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ ওভারে দরকার ছিল ২৬ রান। সেখান থেকে রোহিতের বুদ্ধিদ্বীপ্ত অধিনায়কত্বে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্জন করে ভারত। শিরোপাজয়ী ভারতকে ৪ জুলাই রাজকীয়ভাবে বরণ করা হয়। ছাদখোলা বাসে শিরোপা নিয়ে মুম্বাই শহরে প্যারেড করেছেন রোহিত-বিরাট কোহলিরা। শুধু তাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁরা সমবেত সুরে ‘বন্দে মাতরম’ গান গেয়েছেন। সামাজিক মাধ্যমে ওয়াংখেড়েতে ভারতীয় দলের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী বছর রয়েছে আরও দুটি আইসিসি ইভেন্ট। পাকিস্তানে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ওয়ানডে ও টেস্টে রোহিত এখনো ভারতের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অনেকের মতো জয় শাহরও আসা-ভরসা বেড়েছে রোহিতকে নিয়ে। বিসিসিআইয়ের গতকাল প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেছেন, ‘২০২৩-এর নভেম্বরে ১০ ম্যাচ জিতে হৃদয় জিতেছিলাম, তবে বিশ্বকাপ জিততে পারিনি। রাজকোটে বলেছিলাম যে ২৯ জুন আমরা হৃদয়, শিরোপা সবই জিতব এবং বার্বাডোজে পতাকা উঁচিয়ে ধরব। আমাদের অধিনায়ক সেটা করে দেখিয়েছে। এই জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—রোহিতের নেতৃত্বে পরবর্তী এই দুই শিরোপাও আমরা জিতবে বলে মনে করছি।’
৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে বার্বাডোজে ফাইনাল-সেরা হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। কয়েক ঘণ্টা পর রোহিত ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পরদিন রবীন্দ্র জাদেজাও অবসর নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে স্মরণীয় বিদায় হয়েছে রাহুল দ্রাবিড়ের। জয় শাহ বলেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে।’
আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা ভারত কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। রোহিত শর্মার নেতৃত্বে এমন জয় পাওয়ার পর তাঁকে নিয়ে শুধু প্রশংসা আর প্রশংসা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহর মতে, রোহিতের নেতৃত্বে ভারত আরও বৈশ্বিক শিরোপা জিতবে।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—জনপ্রিয় এই প্রবাদের বাস্তব প্রমাণ ভারত প্রায় পেয়েই গিয়েছিল ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে। কারণ শিরোপা জিততে হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ ওভারে দরকার ছিল ২৬ রান। সেখান থেকে রোহিতের বুদ্ধিদ্বীপ্ত অধিনায়কত্বে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্জন করে ভারত। শিরোপাজয়ী ভারতকে ৪ জুলাই রাজকীয়ভাবে বরণ করা হয়। ছাদখোলা বাসে শিরোপা নিয়ে মুম্বাই শহরে প্যারেড করেছেন রোহিত-বিরাট কোহলিরা। শুধু তাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁরা সমবেত সুরে ‘বন্দে মাতরম’ গান গেয়েছেন। সামাজিক মাধ্যমে ওয়াংখেড়েতে ভারতীয় দলের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী বছর রয়েছে আরও দুটি আইসিসি ইভেন্ট। পাকিস্তানে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ওয়ানডে ও টেস্টে রোহিত এখনো ভারতের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অনেকের মতো জয় শাহরও আসা-ভরসা বেড়েছে রোহিতকে নিয়ে। বিসিসিআইয়ের গতকাল প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেছেন, ‘২০২৩-এর নভেম্বরে ১০ ম্যাচ জিতে হৃদয় জিতেছিলাম, তবে বিশ্বকাপ জিততে পারিনি। রাজকোটে বলেছিলাম যে ২৯ জুন আমরা হৃদয়, শিরোপা সবই জিতব এবং বার্বাডোজে পতাকা উঁচিয়ে ধরব। আমাদের অধিনায়ক সেটা করে দেখিয়েছে। এই জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—রোহিতের নেতৃত্বে পরবর্তী এই দুই শিরোপাও আমরা জিতবে বলে মনে করছি।’
৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে বার্বাডোজে ফাইনাল-সেরা হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। কয়েক ঘণ্টা পর রোহিত ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পরদিন রবীন্দ্র জাদেজাও অবসর নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে স্মরণীয় বিদায় হয়েছে রাহুল দ্রাবিড়ের। জয় শাহ বলেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে।’
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩৭ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে