ক্রীড়া ডেস্ক
আইসিসির ২০২৪-২০৩১ চক্রে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পেয়েছে পাকিস্তান। পাকিস্তানে টুর্নামেন্টটি চূড়ান্ত হওয়ার পরই ভারত সেখানে খেলতে যাবে কি না সেই প্রশ্ন উঠছে জোরেশোরে। রাজনৈতিক বৈরিতায় লম্বা সময় ধরে দুই দেশের সম্পর্কে দারুণভাবে ছেদ পড়েছে।
ব্যাপারটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না অনুরাগ ঠাকুর। তবে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি নাও দিতে পারে কেন্দ্রীয় সরকার। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে দেখা হয় দুই দলের। তবে সেটা তো বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ভেন্যুতে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। একেবারে পাকিস্তানে গিয়ে খেলাটা যে কঠিন সেটা ইঙ্গিত করে অনুরাগ বলেছেন, ‘অনেক দেশ সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফর বাতিল করেছে। সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আগে ক্রিকেট দলের ওপর হামলা হয়েছে। ওখানকার নিরাপত্তাই সব থেকে বড় চিন্তার কারণ।’
হাতে যেহেতু সময় আছে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অনুরাগ। বলেছেন, ‘ভারত সরকাররে স্বরাষ্ট্রমন্ত্রনালয় আগেও জানিয়েছে, এই ধরনের বড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। ফলে যখন সময় আসবে তখন পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাকিস্তানে শেষ বার আইসিসির কোনো প্রতিযোগিতা হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপে। সেবার পাকিস্তানের সঙ্গে স্বাগতিক হিসেবে ছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তানে দুই দেশের শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০০৫-০৬ সালে।
আইসিসির ২০২৪-২০৩১ চক্রে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পেয়েছে পাকিস্তান। পাকিস্তানে টুর্নামেন্টটি চূড়ান্ত হওয়ার পরই ভারত সেখানে খেলতে যাবে কি না সেই প্রশ্ন উঠছে জোরেশোরে। রাজনৈতিক বৈরিতায় লম্বা সময় ধরে দুই দেশের সম্পর্কে দারুণভাবে ছেদ পড়েছে।
ব্যাপারটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না অনুরাগ ঠাকুর। তবে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি নাও দিতে পারে কেন্দ্রীয় সরকার। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে দেখা হয় দুই দলের। তবে সেটা তো বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ভেন্যুতে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। একেবারে পাকিস্তানে গিয়ে খেলাটা যে কঠিন সেটা ইঙ্গিত করে অনুরাগ বলেছেন, ‘অনেক দেশ সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফর বাতিল করেছে। সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আগে ক্রিকেট দলের ওপর হামলা হয়েছে। ওখানকার নিরাপত্তাই সব থেকে বড় চিন্তার কারণ।’
হাতে যেহেতু সময় আছে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অনুরাগ। বলেছেন, ‘ভারত সরকাররে স্বরাষ্ট্রমন্ত্রনালয় আগেও জানিয়েছে, এই ধরনের বড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। ফলে যখন সময় আসবে তখন পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাকিস্তানে শেষ বার আইসিসির কোনো প্রতিযোগিতা হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপে। সেবার পাকিস্তানের সঙ্গে স্বাগতিক হিসেবে ছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তানে দুই দেশের শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০০৫-০৬ সালে।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
১ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৩ ঘণ্টা আগে