ক্রীড়া ডেস্ক
নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা।
থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও। টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও + ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন
মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল
নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ নারী দলের আজ মালয়েশিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, মারুফা আকতারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মারুফার পরিবর্তে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জাহানারা আলম। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ফিফটি করেছিলেন মুর্শিদা।
থাইদের বিপক্ষে ম্যাচসেরা রাবেয়া খান আছেন আজ মালয়েশিয়ার বিপক্ষেও। টিকে থাকার লড়াইয়ে রাবেয়ার পাশাপাশি বাংলাদেশের স্পিন আক্রমণে থাকছেন রুমানা আহমেদ, সাবিকুন নাহার জেসমিন ও নাহিদা আকতার। লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার।
২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের কারণে এগিয়ে থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইদের নেট রানরেট এখন -০.০২ ও + ০.১০। সন্ধ্যায় ডাম্বুলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালয়েশিয়া এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন
মালয়েশিয়ার একাদশ:
উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), এলসা হান্টার, নুর আইসা মোহামেদ ইকবাল, মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আইনা নাজওয়া, আইস্যা এলিসা, সুয়াবিকা মানিভান, নুর ইজ্জাতুল সায়ফিকা, ইরদিনা বেহ নাবিল
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে