সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন গ্রিন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৭
Thumbnail image

মুদ্রার উল্টো পিঠও দেখলেন ক্যামেরন গ্রিন। মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে নেমে ৫১ রানের অপরাজিত এক ইনিংসও খেলেছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সময়ই ব্যাটিংয়ে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। সেই চোটই শেষ পর্যন্ত সিডনি টেস্ট থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে।

বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সকালে স্ক্যানে জানা যায়, গ্রিনের ডান হাতের তর্জনীতে ছোট চিড় ধরেছে। এর অর্থ হচ্ছে, সে সিডনি টেস্ট ও বিগ ব্যাশ থেকে ছিটকে গেছে। তবে সিএ আশা করছে আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে পাবে। 

গ্রিনের ছিটকে যাওয়ায় একটু অবাকই হয়েছেন আলেক্স ক্যারি। ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমি আসলে ভাবিনি সে আজ প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তবে তাকে সাহসী দেখেছি। সে দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে আমাকেও সহায়তা করছিল ভালো ব্যাটিং করতে। আমাদের জুটিটা দুর্দান্ত ছিল।’ 

এবার প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েই রেকর্ড গড়েছেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। এমন সুসংবাদের তিন দিন পরেই দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার। সব মিলিয়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারলেন না দক্ষিণ আফ্রিকার বোলার এনরিখ নরকিয়ার করা বলটিতে চোট পেয়ে। ৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টটি খেলতে নামবে দুই দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত