ক্রীড়া ডেস্ক
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসতে লেগেছে ২৬ ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি সেঞ্চুরি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সেঞ্চুরিও তিনি এমন দিনে পেলেন, যেটা ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের চার বছর পূর্তির দিন।
সেই সেঞ্চুরির চার দিন পর বিপিএল দেখল আরও এক সেঞ্চুরি। ১৩ ফেব্রুয়ারি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরিয়ান সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের উইল জ্যাকস। জ্যাকসের সেঞ্চুরি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। ঠিক ১ সপ্তাহ পর আজ চট্টগ্রামেই দেখা মিলল আরেক সেঞ্চুরির। এবারের সেঞ্চুরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৫৮ বল। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।
তানজিদ তামিমের সেঞ্চুরি করার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচটি ‘ডু অর ডাই’ বললেও অবশ্য ভুল হবে না। প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলেরই।
২০২৪ বিপিএলের সেঞ্চুরি:
তাওহীদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: দুর্দান্ত ঢাকা; ৯ ফেব্রুয়ারি, ২০২৪
উইল জ্যাকস (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স; ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ; ১১৬; প্রতিপক্ষ: খুলনা টাইগার্স; ২০ ফেব্রুয়ারি, ২০২৪
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসতে লেগেছে ২৬ ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি সেঞ্চুরি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সেঞ্চুরিও তিনি এমন দিনে পেলেন, যেটা ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের চার বছর পূর্তির দিন।
সেই সেঞ্চুরির চার দিন পর বিপিএল দেখল আরও এক সেঞ্চুরি। ১৩ ফেব্রুয়ারি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরিয়ান সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের উইল জ্যাকস। জ্যাকসের সেঞ্চুরি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। ঠিক ১ সপ্তাহ পর আজ চট্টগ্রামেই দেখা মিলল আরেক সেঞ্চুরির। এবারের সেঞ্চুরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৫৮ বল। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।
তানজিদ তামিমের সেঞ্চুরি করার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচটি ‘ডু অর ডাই’ বললেও অবশ্য ভুল হবে না। প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলেরই।
২০২৪ বিপিএলের সেঞ্চুরি:
তাওহীদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: দুর্দান্ত ঢাকা; ৯ ফেব্রুয়ারি, ২০২৪
উইল জ্যাকস (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স; ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ; ১১৬; প্রতিপক্ষ: খুলনা টাইগার্স; ২০ ফেব্রুয়ারি, ২০২৪
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে