উইকেটে এসে লিটনের সঙ্গে যে কথা হয়েছিল মেহেদির 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কয়েক দিন আগে প্রথম ওয়ানডে জয়, এবার জিতল প্রথম টি-টোয়েন্টিও। এ সফরে যেন নিউজিল্যান্ডে ইতিহাস গড়ে চলেছে তারুণ্যনির্ভর বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়ানো ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। 

এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে একটি চক্রও পূরণ করলেন নাজমুল হোসেন শান্তরা। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি—তিন সংস্করণেই নিউজিল্যান্ডের মাটিতে জয় পেল বাংলাদেশ। আজ নেপিয়ারে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে সফরকারীরা। ওয়ানডে জয়টিও ছিল একই ভেন্যুতে। টি-টোয়েন্টিতে অবশেষে নিউজিল্যান্ডে জয় পেয়ে গর্বিত শান্ত। বাংলাদেশ অধিনায়ক ম্যাচশেষে বলেছেন, ‘যেভাবে আমরা খেলেছি তাতে আমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত।’ 

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জেতার পরও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জয়। আজকেও টি-টোয়েন্টিতে এমন সিদ্ধান্ত। এ ব্যাপারে জানতে চাওয়া হলে শান্ত বলেন, ‘আমাদের বোলাররা নতুন বলে এই কন্ডিশনে দ্রুত শিখছে।’ 

লক্ষ্য তাড়ায় ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। তবে ভরসা হয়ে ছিলেন ওপেনার লিটন দাস (৪২*)। মেহেদি হাসানকে (১৯*) নিয়ে দলকে জয় এনে দেন তিনি। তার আগে বোলিংয়েও দুর্দান্ত নৈপুণ্য দেখান মেহেদি। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ওপেনার-উইকেটরক্ষক টিম সেইফার্টকে বোল্ড করে ডাক উপহার দেন তিনি। 

লিটন-মেহেদির জুটি। ছবি: এএফপি সেই ধাক্কা সামলিয়ে ওঠা সম্ভব হয়নি ব্ল্যাক ক্যাপদের। এরপর শরীফুলের তোপে দলীয় ১ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসে সাজঘরে ফেরান এই পেসার। দলের চতুর্থ উইকেট হিসেবে দলকে টেনে তোলার চেষ্টা করা ড্যারিল মিচেলকেও বোল্ড করেন মেহেদি। 

নতুন বলে নিজেকে আবারও প্রমাণ করা এই অফ স্পিনার কেমন কার্যকর ছিলেন সেটি তার বোলিং ফিগার দেখলেই বোঝা যায়। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। আর ব্যাটিংয়ে যখন হঠাৎ দুই উইকেট হারিয়ে বিপদের সামনে তখনই লিটনকে সঙ্গ দেন মেহেদি। এমন ঐতিহাসিক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যের ছাপ রেখে ম্যাচসেরা মেহেদি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘নিঃসন্দেহে নিউজিল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি জয় আমাদের দেশ, জনগণ ও দলের জন্য গর্বের। মাউন্ট মঙ্গানুইয়ে আমাদের টেস্ট জয়ের দারুণ স্মৃতি আছে।’ 

ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে মেহেদির ২৫ বলে ৪০ রানের জুটিতে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। উইকেটে এসে লিটনের সঙ্গে কী কথা হয়েছিল সে ব্যাপারে মেহেদি বলেন, ‘যেহেতু লিটন লম্বা সময় ধরে ব্যাটিং করছিল, উইকেট ও ম্যাচ সম্পর্কে ওর ভালো আইডিয়া হয়েছিল যে, এই ম্যাচটা জিততে হলে হয়তো ছোট আরেকটি জুটি হওয়া ভালো। যেহেতু ভালো জুটি হচ্ছিল, তবে মাঝখানে ২-৩টা উইকেট চলে গেছে। তো এখান থেকে লিটন বলছিল স্বাভাবিক থাকার। যা হবে শেষ দুই ওভার দেখা যাবে। এভাবে কথা বলে আমরা খেলছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত