আফগানিস্তানের কাছে হারায় ক্ষুব্ধ পাকিস্তানি ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। 

শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’ 
 
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’ 

পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত