ক্রীড়া ডেস্ক
লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতাতে পারেনি জো রুটের দুর্দান্ত পারফরম্যান্সও। শেষ দিনের রোমাঞ্চে ভারতের কাছে ইংলিশরা হেরেছে ১৫১ রানে। দলের ব্যাটিং লাইনআপকে একাই টেনেছেন রুট। তবুও অধিনায়ক হিসেবে হারের দায় নিজের কাঁধে নিতে একটু পিছপা হননি রুট। এই টেস্টে অবশ্য একটি অন্যরকম রেকর্ডেও নাম তুলেছেন তিনি।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন রুট। দুর্দান্ত ইনিংসটির পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন তিনি। এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলানোর ঘটনা খুবই বিরল। এমনই বিরল যে, রুটকে নিয়ে এ ঘটনা ক্রিকেট দেখেছে মাত্র দুইবার।
রুটের আগে প্রথমবার এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংসের পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কাকতালীয় ব্যাপার হচ্ছে, রুট-আশরাফুলের দুটো ইনিংসই ছিল দলের প্রথম ইনিংসে।
ভারতের বিপক্ষে সেই টেস্টে ইনিংসের নবম ওভারে ইরফান পাঠানের পরপর দুই বলে আউট হন ওপেনার নাফীস ইকবাল আর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নামা রাজিল সালেহ। এরপর ব্যাটিংয়ে নেমেই ইরফানের প্রথম বলের সামনে পড়েন আশরাফুল। ৩৭তম ওভারে আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। তখন অবশ্য ৮১ বলে ৩৬ রান করে উইকেটে থিতু ছিলেন আশরাফুল। এবার পরপর দুই বলে মানজারুল ইসলাম রানা আর মুশফিকুর রহিমের বিদায়ের পর অফ স্পিনার হরভজন সিংয়ের বল সামলান আশরাফুল।
আশরাফুলের মতো রুটের ক্ষেত্রেও কাকতালীয় ব্যাপার হচ্ছে, কোনো বল খেলার আগেই হ্যাটট্রিক বলের সামনে পড়েন তিনি। কাল ইংল্যান্ড ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ সিরাজের পরপর দুই বলে আউট হন ওপেনার ডম সিবলি আর তিন নম্বর ব্যাটসম্যান হাসিব হামিদ। এরপর হ্যাটট্রিক বলটা সামলান রুট। ১৮০ রানের ইনিংসের পথে আরেকবার রুট হ্যাটট্রিক বল সামলান ১১১তম ওভারে। ইশান্ত শর্মার পরপর দুই বলে বিদায় নেন দুই বাঁহাতি ব্যাটসম্যান মঈন আলী আর স্যাম কারান। পরের ওভারে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বল সামলান রুট।
লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতাতে পারেনি জো রুটের দুর্দান্ত পারফরম্যান্সও। শেষ দিনের রোমাঞ্চে ভারতের কাছে ইংলিশরা হেরেছে ১৫১ রানে। দলের ব্যাটিং লাইনআপকে একাই টেনেছেন রুট। তবুও অধিনায়ক হিসেবে হারের দায় নিজের কাঁধে নিতে একটু পিছপা হননি রুট। এই টেস্টে অবশ্য একটি অন্যরকম রেকর্ডেও নাম তুলেছেন তিনি।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন রুট। দুর্দান্ত ইনিংসটির পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন তিনি। এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলানোর ঘটনা খুবই বিরল। এমনই বিরল যে, রুটকে নিয়ে এ ঘটনা ক্রিকেট দেখেছে মাত্র দুইবার।
রুটের আগে প্রথমবার এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংসের পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কাকতালীয় ব্যাপার হচ্ছে, রুট-আশরাফুলের দুটো ইনিংসই ছিল দলের প্রথম ইনিংসে।
ভারতের বিপক্ষে সেই টেস্টে ইনিংসের নবম ওভারে ইরফান পাঠানের পরপর দুই বলে আউট হন ওপেনার নাফীস ইকবাল আর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নামা রাজিল সালেহ। এরপর ব্যাটিংয়ে নেমেই ইরফানের প্রথম বলের সামনে পড়েন আশরাফুল। ৩৭তম ওভারে আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। তখন অবশ্য ৮১ বলে ৩৬ রান করে উইকেটে থিতু ছিলেন আশরাফুল। এবার পরপর দুই বলে মানজারুল ইসলাম রানা আর মুশফিকুর রহিমের বিদায়ের পর অফ স্পিনার হরভজন সিংয়ের বল সামলান আশরাফুল।
আশরাফুলের মতো রুটের ক্ষেত্রেও কাকতালীয় ব্যাপার হচ্ছে, কোনো বল খেলার আগেই হ্যাটট্রিক বলের সামনে পড়েন তিনি। কাল ইংল্যান্ড ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ সিরাজের পরপর দুই বলে আউট হন ওপেনার ডম সিবলি আর তিন নম্বর ব্যাটসম্যান হাসিব হামিদ। এরপর হ্যাটট্রিক বলটা সামলান রুট। ১৮০ রানের ইনিংসের পথে আরেকবার রুট হ্যাটট্রিক বল সামলান ১১১তম ওভারে। ইশান্ত শর্মার পরপর দুই বলে বিদায় নেন দুই বাঁহাতি ব্যাটসম্যান মঈন আলী আর স্যাম কারান। পরের ওভারে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বল সামলান রুট।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে