ক্রীড়া ডেস্ক
লর্ডসে টেস্ট অভিষেকটা গাস অ্যাটকিনসন রাঙিয়েছেন নিজের মতো করে। তাঁর বিধ্বংসী বোলিংয়ে দুমড়ে মুচড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। লর্ডস কাঁপানো ইংলিশ এই পেসার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার তালিকায়।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৪-এর জুলাই মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত তিন ক্রিকেটারের নাম জানিয়েছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল হলেন অ্যাটকিনসনের প্রতিদ্বন্দ্বী।লর্ডসে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ১২ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে নেন ৭ ও ৫ উইকেট। টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বোলারদের মধ্যে এটা দ্বিতীয় সেরা বোলিং। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকে ইংল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড অক্ষত আছে ১৩৪ বছর ধরে। ১৮৯০ সালে লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ রানে ১২ উইকেট নিয়েছিলেন ইংলিশ বাঁহাতি পেসার ফ্রেডরিখ মার্টিন।
জুলাই মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। বোলিং গড় ও ইকোনমি ১৬.২২ ও ৪.০১। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সর্বোচ্চ উইকেটশিকারী ইংল্যা ছিলেন। ওয়াশিংটন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০ উইকেট। যার মধ্যে ৮টিই নিয়েছেন জিম্বাবুয়ে সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছিলেন তাঁরই সতীর্থ মুকেশ কুমার।
২০২৪-এর জুলাই মাসটা যে অভিষেকে ক্রিকেটারদের রাঙানোর বছর। অ্যাটকিন যেখানে টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন, ক্যাসেল রেকর্ড গড়েছেন ওয়ানডেতে। ডানডিতে আইসিসি বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে ওমানের ২১ রানে ৭ উইকেট নেন ক্যাসেল। কাগিসো রাবাদার ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের নামে লিখলেন ক্যাসেল। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা।
লর্ডসে টেস্ট অভিষেকটা গাস অ্যাটকিনসন রাঙিয়েছেন নিজের মতো করে। তাঁর বিধ্বংসী বোলিংয়ে দুমড়ে মুচড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। লর্ডস কাঁপানো ইংলিশ এই পেসার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার তালিকায়।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৪-এর জুলাই মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত তিন ক্রিকেটারের নাম জানিয়েছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল হলেন অ্যাটকিনসনের প্রতিদ্বন্দ্বী।লর্ডসে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ১২ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে নেন ৭ ও ৫ উইকেট। টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বোলারদের মধ্যে এটা দ্বিতীয় সেরা বোলিং। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকে ইংল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড অক্ষত আছে ১৩৪ বছর ধরে। ১৮৯০ সালে লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ রানে ১২ উইকেট নিয়েছিলেন ইংলিশ বাঁহাতি পেসার ফ্রেডরিখ মার্টিন।
জুলাই মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। বোলিং গড় ও ইকোনমি ১৬.২২ ও ৪.০১। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সর্বোচ্চ উইকেটশিকারী ইংল্যা ছিলেন। ওয়াশিংটন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০ উইকেট। যার মধ্যে ৮টিই নিয়েছেন জিম্বাবুয়ে সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছিলেন তাঁরই সতীর্থ মুকেশ কুমার।
২০২৪-এর জুলাই মাসটা যে অভিষেকে ক্রিকেটারদের রাঙানোর বছর। অ্যাটকিন যেখানে টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন, ক্যাসেল রেকর্ড গড়েছেন ওয়ানডেতে। ডানডিতে আইসিসি বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে ওমানের ২১ রানে ৭ উইকেট নেন ক্যাসেল। কাগিসো রাবাদার ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের নামে লিখলেন ক্যাসেল। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩৮ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে