বাংলাদেশ-আফগানিস্তানের সব ম্যাচই দিবারাত্রি

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
ছবি: এএফপি

একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই বছরের জুলাই-আগস্টে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজের আতিথেয়তা দেওয়ার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমঝোতার মাধ্যমে সেটি সাময়িক স্থগিত করা হয়েছিল।

সিরিজের সূচি আগেই প্রকাশ করেছিল এসিবি। তখন খেলা শুরুর সময়টা জানায়নি তারা। এবার জানা গেলে সময় সূচিও। তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবারাত্রি, শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ৬ নভেম্বর প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।

সবগুলো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। জুলাই-আগস্টে স্থগিত হওয়া পূর্ণাঙ্গ সিরিজেরই অংশ এই তিন ওয়ানডে। তখন ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল দুই দলের দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

বাংলাদেশের ঠাসা সূচি, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের অতিরিক্ত গরম বিবেচনায় দুই দেশের ক্রিকেট বোর্ড প্রথমে স্থগিত করে। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি

ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু

১ম ওয়ানডে ৬ নভেম্বর বিকেল ৪টা শারজা

২য় ওয়ানডে ৯ নভেম্বর বিকেল ৪টা শারজা

৩য় ওয়ানডে ১১ নভেম্বর বিকেল ৪টা শারজা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত