সোহানের সেঞ্চুরিতে শেখ জামালের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শেষ দুই ওভারে দরকার ২৩ রান। উইকেটে সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহান। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে অনেকটা একাই জয়ের পথে রাখেন সোহান। ৪৯তম ওভারের প্রথম বলেই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে চার। দ্বিতীয় বলে স্কয়ার লেগের ওপর দিয়ে হাওয়ায় ছক্কা। 

মাঝে এক বল ডট দিয়ে চতুর্থ বলে চার। পঞ্চম-ষষ্ঠ বলে টানা দুই ছক্কা। রূপগঞ্জ টাইগার্সের হাত থেকে ম্যাচটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শেখ জামালকে চার উইকেটে জয় এনে দিয়ে সোহানের মুষ্টিবদ্ধ উদযাপন। 

তবে কাজটা সহজ ছিল না সোহানের। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানেই ৫ উইকেট হারায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল। স্রোতের বিপরীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দাঁড়িয়ে যান সোহান। দুজনের জুটি থেকে আসে ১৩৪ রান। ব্যক্তিগত ৪৩ রানে রানআউট হয়ে ফেরেন মিরাজ। তবে হাল ছাড়েননি সোহান। কড়া রোদে খা খা গ্যালারীতে গলা ফাটিয়েছেন শেখ জামাল একাডেমির শ-খানেক দর্শক। সোহান-সোহান গর্জনে যেন আরও তাতিয়ে দেয় তাঁকে। শেষ পর্যন্ত উইকেটে থেকে ১০ চার ও ৫ ছয়ে ১১৮ বলে ১৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। 

এর আগে জাকির হাসানের ৭৫, পাকিস্তানি ব্যাটার সাদ নাসিমের ৫০ ও শেষ দিকে নাসুম আহমেদের ১৭ বলে ২৭ রানের ইনিংসের লড়াকু পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহামেডান থেকে শেখ জামালে নাম লেখানো অফ স্পিনার মিরাজ। 

এ জয়ে শিরোপার আরও কাছে গেল শেখ জামাল। ১২ ম্যাচে দলটির পয়েন্ট সর্বোচ্চ ২২। সমান ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত