Ajker Patrika

বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন হামজা, মনে করেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২: ৩৭
হামজা চৌধুরীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা। ছবি: ফেসবুক
হামজা চৌধুরীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা। ছবি: ফেসবুক

হামজা চৌধুরীর বাংলাদেশ সফর রীতিমতো হইচই ফেলে দিয়েছে। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে রোববার থেকেই উৎসবের আমেজ। আর সোমবার যখন ইংল্যান্ড থেকে সিলেট বিমানবন্দরে নামলেন, ফুটবলপ্রেমীদের আনন্দ ছিল দেখার মতো।

সিলেট থেকে স্নানঘাট গ্রামে হামজা পৌঁছানোর পর উৎসব-আনন্দ বেড়ে যায় বহুগুণে। বাংলাদেশের এক ফুটবলার তাঁর এলাকায় ফেরার পর এমন আমেজ থাকাটাই স্বাভাবিক। সেদিনই সন্ধ্যায় তাঁর বাড়ির উঠোনে হয়ে গেল জনাকীর্ণ এক সংবাদ সম্মেলন। বিমানবন্দর থেকে স্নানঘাট গ্রাম—হামজাকে দেখতে ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড়ের কারণে দেশের ফুটবলে পুরোনো রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাশরাফি গত রাতে লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন সেই দিনগুলোই ফিরে এসেছে।’

হামজাকে দেখে দেশের শিশু-কিশোরদের ফুটবলের প্রতি আগ্রহ অনেক বাড়বে বলে আশা মাশরাফির। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে ও শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে। আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে ও আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।’

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা বহু বছর ধরেই আছেন ইংল্যান্ডে। প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে দীর্ঘদিন খেলার পর তিনি এখন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। শেকড়ের টানে দেশে আসায় হামজার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন এবং লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে। এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

শিলংয়ে ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজার। ভারত ম্যাচের আগে হামজা ও বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি। একই সঙ্গে জামাল ভূঁইয়া, তারিক কাজীর মতো ফুটবলারদের নামও মাশরাফি উল্লেখ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যাঁরা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন ও আরও যাঁরা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত