টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কি তাহলে বাদ পড়ছেন কোহলি 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৫: ৫৬
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০: ২২

রোহিত শর্মার নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এটা নিশ্চিত। কিছুদিন আগেই এমনই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তবে বিশ্বকাপ শুরু হয়ে এখনো অনেক সময় বাকি থাকলেও ভারতীয় ক্রিকেটাঙ্গনে একটা গুঞ্জন উঠেছে বিরাট কোহলি কী খেলতে পারবেন রোহিতের নেতৃত্বে? 

এই মুহূর্তে ভারতীয় সংবাদমাধ্যমগুলো যা জানিয়েছে, তাতে কোহলির সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচকেরা কঠিন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের চাহিদা অনুযায়ী কোহলি খেলতে পারছেন না বলে মনে করছেন নির্বাচকেরা। সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট মন্থর হবে বলে তাঁর ব্যাটিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে শঙ্কা জেগেছে। ফলে তাঁর অ্যাঙ্কর ভূমিকা এখন প্রশ্নের মুখে পড়েছে। তাঁর জায়গায় তরুণ আক্রমণাত্মক ব্যাটারদের বিবেচনা করছে নির্বাচকেরা। 

ভারতীয় সংবাদমাধ্যমটি এক সূত্রের বরাতে জানিয়েছে, কোহলির বিষয়টি খুবই সূক্ষ্ম হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্তের বিষয়ে বিসিসিআই কোনোভাবে জড়িত হতে চায় না। অর্থাৎ, বিসিসিআই পুরো বিষয়টি নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে। বিশ্বকাপে কোহলির থাকা না থাকাটা তাই প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন প্যানেলের ওপর নির্ভর করছে। 

কোহলি আইপিএলে অতিমানবীয় কিছু করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম বলেই শোনা যাচ্ছে। ছবি: এএফপিবিশ্বকাপে খেলার জন্য তাই কোহলিকে কঠিন এক পরীক্ষার মুখেই পড়তে হচ্ছে। আইপিএলের এক সপ্তাহ পরেই বিশ্বকাপ শুরু হওয়ায় তাঁকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অবিশ্বাস্য কিছু করতে হবে। অন্যথা, ভারতীয় কিংবদন্তির বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকেরা। গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফেরার আগে মাঝে এক বছর এই সংস্করণে খেলেননি তিনি। তিন ম্যাচের সিরিজে দুইটি খেলে একটি গোল্ডেন ডাক এবং আরেকটি ২৯ রান করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত