র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-লিটন-মোস্তাফিজের 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৬: ০২
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১: ৪৯

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়েছেন শান্ত। সিরিজ সর্বোচ্চ ১৪৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজে শান্তর গড় ১৪৪ ও স্ট্রাইক রেট ১২৭.৪৩। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রান করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাসও। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫.৫৮ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত