ক্রীড়া ডেস্ক
২০২৩ অ্যাশেজ যেন ‘বহুল আলোচিত’ অ্যাশেজ। প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো ঘটনা বেশ আলোড়ন ছড়িয়েছে। সিরিজের শেষ টেস্টে এবার আলোচনায় অন্য এক বিতর্কিত ঘটনা। এই ঘটনার তদন্ত চাইছেন অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
লন্ডনের ওভালে হয়েছে অ্যাশেজের পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৭ তম ওভারের ঘটনা। মার্ক উডের করা ওভারের প্রথম বল উসমান খাজা মোকাবিলা করেন। এই বল শেষেই জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা-দুই অন ফিল্ড আম্পায়ার বল পরিবর্তন করেন। এই ঘটনা ঘটেছে গত পরশু টেস্টের চতুর্থ দিনে। এরপর গতকাল পঞ্চম দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই খাজা বল পরিবর্তনের ব্যাপারটি বুঝতে পেরেছিলেন। এমনকি অন ফিল্ড আম্পায়ারকে এই ব্যাপারে জিজ্ঞেসও করেন। আম্পায়ারকে তিনি (খাজা) প্রশ্ন করেন ক্রিস ওকসের বলে এলবিডব্লু হওয়ার আগে। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ৪৪ তম ওভারের দ্বিতীয় বলে আউট হয়েছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনার কথা উল্লেখ করে খাজা বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। সবচেয়ে বড় যে ঘটনা, তা হলো বল। যখনই তারা বল পরিবর্তন করল, সেই প্রথম ওভারেই আমি বুঝতে পেরেছি এই ঘটনা (বল পরিবর্তন)। বল পুরোপুরি ভিন্ন ছিল। আমি কুমারকে প্রশ্ন করেছিলাম, যে বল তাদের আপনি দিলেন, তা তো তেমন একটা পুরনো মনে হচ্ছে না। মাত্র ৮ ওভার পুরোনো মনে হচ্ছে। বলের পিছনে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে।’
এমসিসির ৪.৫ আইন অনুযায়ী, যদি খেলা অবস্থায় বল হারিয়ে যায় অথবা বল খেলার অনুপযুক্ত হয়ে যায়, তাহলে আম্পায়াররা বল পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে নতুন বলটি আগের বলের কাছাকাছি হতে হবে। রিকি পন্টিংয়ের মতে, এই ঘটনার তদন্ত করে দেখা উচিত। স্কাই স্পোর্টসকে পন্টিং বলেন, ‘আজ (গতকাল) সকালের কন্ডিশন বোলিংয়ের জন্য উপযুক্ত ছিল। কিন্তু গত (পরশু) রাতে আমি যখন বলটা দেখলাম, আমার মনে কোনো সন্দেহ ছিল না যে বল পরিবর্তন করা হয়েছে। গত বিকেল (গত পরশু) থেকে আজ বলে সুইং, সিম মুভমেন্ট বেশ বেড়েছে। আমি বুঝতে পারলাম না দুজন আন্তর্জাতিক আম্পায়ার তারা এই ভুল কীভাবে করলেন। একটা টেস্ট ম্যাচে পার্থক্য করে দেওয়ার মতো এক ঘটনা। বক্সে ভালো কন্ডিশনের কোনো বল ছিল কি না অথবা আম্পায়ার খেলা চালিয়ে নেওয়ার মতো একটা বল তুলে নিয়েছেন কি না। আমার মতে, এমন সাংঘাতিক ভুলের তদন্ত করে দেখা উচিত।’ আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, ‘আমরা মাঠের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করব না।’
অ্যাশেজের পঞ্চম টেস্ট ইংল্যান্ড জিতেছে ৪৯ রানে। তাতে ২-২ ব্যবধানে ড্র হয়েছে এবারের অ্যাশেজ। ২২ বছর পর ইংল্যান্ডের মাঠে অ্যাশেজ জয়ের কাছাকাছি গিয়েও তা আর পারল না অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে শেষ টেস্টে ম্যাচসেরা হয়েছেন ক্রিস ওকস। সিরিজসেরা হয়েছেন ওকস ও মিচেল স্টার্ক। এবারের অ্যাশেজে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন স্টার্ক। আর সর্বোচ্চ ৪৯৬ রান করেছেন খাজা।
২০২৩ অ্যাশেজ যেন ‘বহুল আলোচিত’ অ্যাশেজ। প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো ঘটনা বেশ আলোড়ন ছড়িয়েছে। সিরিজের শেষ টেস্টে এবার আলোচনায় অন্য এক বিতর্কিত ঘটনা। এই ঘটনার তদন্ত চাইছেন অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
লন্ডনের ওভালে হয়েছে অ্যাশেজের পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৭ তম ওভারের ঘটনা। মার্ক উডের করা ওভারের প্রথম বল উসমান খাজা মোকাবিলা করেন। এই বল শেষেই জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা-দুই অন ফিল্ড আম্পায়ার বল পরিবর্তন করেন। এই ঘটনা ঘটেছে গত পরশু টেস্টের চতুর্থ দিনে। এরপর গতকাল পঞ্চম দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই খাজা বল পরিবর্তনের ব্যাপারটি বুঝতে পেরেছিলেন। এমনকি অন ফিল্ড আম্পায়ারকে এই ব্যাপারে জিজ্ঞেসও করেন। আম্পায়ারকে তিনি (খাজা) প্রশ্ন করেন ক্রিস ওকসের বলে এলবিডব্লু হওয়ার আগে। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ৪৪ তম ওভারের দ্বিতীয় বলে আউট হয়েছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনার কথা উল্লেখ করে খাজা বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। সবচেয়ে বড় যে ঘটনা, তা হলো বল। যখনই তারা বল পরিবর্তন করল, সেই প্রথম ওভারেই আমি বুঝতে পেরেছি এই ঘটনা (বল পরিবর্তন)। বল পুরোপুরি ভিন্ন ছিল। আমি কুমারকে প্রশ্ন করেছিলাম, যে বল তাদের আপনি দিলেন, তা তো তেমন একটা পুরনো মনে হচ্ছে না। মাত্র ৮ ওভার পুরোনো মনে হচ্ছে। বলের পিছনে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে।’
এমসিসির ৪.৫ আইন অনুযায়ী, যদি খেলা অবস্থায় বল হারিয়ে যায় অথবা বল খেলার অনুপযুক্ত হয়ে যায়, তাহলে আম্পায়াররা বল পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে নতুন বলটি আগের বলের কাছাকাছি হতে হবে। রিকি পন্টিংয়ের মতে, এই ঘটনার তদন্ত করে দেখা উচিত। স্কাই স্পোর্টসকে পন্টিং বলেন, ‘আজ (গতকাল) সকালের কন্ডিশন বোলিংয়ের জন্য উপযুক্ত ছিল। কিন্তু গত (পরশু) রাতে আমি যখন বলটা দেখলাম, আমার মনে কোনো সন্দেহ ছিল না যে বল পরিবর্তন করা হয়েছে। গত বিকেল (গত পরশু) থেকে আজ বলে সুইং, সিম মুভমেন্ট বেশ বেড়েছে। আমি বুঝতে পারলাম না দুজন আন্তর্জাতিক আম্পায়ার তারা এই ভুল কীভাবে করলেন। একটা টেস্ট ম্যাচে পার্থক্য করে দেওয়ার মতো এক ঘটনা। বক্সে ভালো কন্ডিশনের কোনো বল ছিল কি না অথবা আম্পায়ার খেলা চালিয়ে নেওয়ার মতো একটা বল তুলে নিয়েছেন কি না। আমার মতে, এমন সাংঘাতিক ভুলের তদন্ত করে দেখা উচিত।’ আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, ‘আমরা মাঠের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করব না।’
অ্যাশেজের পঞ্চম টেস্ট ইংল্যান্ড জিতেছে ৪৯ রানে। তাতে ২-২ ব্যবধানে ড্র হয়েছে এবারের অ্যাশেজ। ২২ বছর পর ইংল্যান্ডের মাঠে অ্যাশেজ জয়ের কাছাকাছি গিয়েও তা আর পারল না অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে শেষ টেস্টে ম্যাচসেরা হয়েছেন ক্রিস ওকস। সিরিজসেরা হয়েছেন ওকস ও মিচেল স্টার্ক। এবারের অ্যাশেজে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন স্টার্ক। আর সর্বোচ্চ ৪৯৬ রান করেছেন খাজা।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩৩ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে