ক্রীড়া ডেস্ক
বিপিএলের শেষ চারে উঠতে একটু কষ্টই হয়েছে ফরচুন বরিশালের। তবে বরিশাল-সমর্থকদের কিছুটা স্বস্তি, গতকাল তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে। প্লে-অফ নিশ্চিত হলেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগও নেই আসলে। এখন যে ম্যাচই খেলবেন তামিমরা, সেটি তাদের নক-আউট। হারলেই বিদায়! বিপিএলের শেষ পর্যায়ে বরিশাল তাই আরেকটি চমক দিচ্ছে—কাল এসে পড়ছেন ডেভিড মিলার।
পরশু মিরপুরে প্রথম এলিমিনেটরের বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের আগে বরিশাল তাদের অস্ত্রের ভান্ডার আরও শক্তিশালী করতে চাইছে। সে কারণেই হাজির হচ্ছেন ‘কিলার মিলার’! আজ ফেসবুকে বরিশাল পোস্ট করেছে, ‘আতশবাজি তৈরি রাখুন। কিলার মিলার এখন পথে। নিখাদ দাপট দেখতে তৈরি হন।’ এই স্ট্যাটাসে দলের অলরাউন্ডার সাইফউদ্দিন দিয়েছেন মজার এক ইমোজি।
মাঝে বরিশালে খেলে গেছেন আরেক প্রোটিয়া তারকা কেশব মহারাজ। খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক। এই মুহূর্তে বরিশালে বিদেশি তারকাদের মধ্যে আছেন আহমেদ শেহজাদ, আকিব জাবেদ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জেমস ফুলারের মতো ক্রিকেটাররা।
স্থানীয় তারকাদের মধ্যে তামিম তো আছেনই, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়েরা খেলছেন বরিশালে। তবু দলটির শেষ চার নিশ্চিত করতে ঘাম ছুটে গেছে। তামিম অবশ্য দলকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন। এই মুহূর্তে ১২ ইনিংসে ৩৯২ রান করে শীর্ষ রানসংগ্রাহক তিনি। বরিশাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার।
বিপিএলের শেষ চারে উঠতে একটু কষ্টই হয়েছে ফরচুন বরিশালের। তবে বরিশাল-সমর্থকদের কিছুটা স্বস্তি, গতকাল তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে। প্লে-অফ নিশ্চিত হলেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগও নেই আসলে। এখন যে ম্যাচই খেলবেন তামিমরা, সেটি তাদের নক-আউট। হারলেই বিদায়! বিপিএলের শেষ পর্যায়ে বরিশাল তাই আরেকটি চমক দিচ্ছে—কাল এসে পড়ছেন ডেভিড মিলার।
পরশু মিরপুরে প্রথম এলিমিনেটরের বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের আগে বরিশাল তাদের অস্ত্রের ভান্ডার আরও শক্তিশালী করতে চাইছে। সে কারণেই হাজির হচ্ছেন ‘কিলার মিলার’! আজ ফেসবুকে বরিশাল পোস্ট করেছে, ‘আতশবাজি তৈরি রাখুন। কিলার মিলার এখন পথে। নিখাদ দাপট দেখতে তৈরি হন।’ এই স্ট্যাটাসে দলের অলরাউন্ডার সাইফউদ্দিন দিয়েছেন মজার এক ইমোজি।
মাঝে বরিশালে খেলে গেছেন আরেক প্রোটিয়া তারকা কেশব মহারাজ। খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক। এই মুহূর্তে বরিশালে বিদেশি তারকাদের মধ্যে আছেন আহমেদ শেহজাদ, আকিব জাবেদ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জেমস ফুলারের মতো ক্রিকেটাররা।
স্থানীয় তারকাদের মধ্যে তামিম তো আছেনই, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়েরা খেলছেন বরিশালে। তবু দলটির শেষ চার নিশ্চিত করতে ঘাম ছুটে গেছে। তামিম অবশ্য দলকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন। এই মুহূর্তে ১২ ইনিংসে ৩৯২ রান করে শীর্ষ রানসংগ্রাহক তিনি। বরিশাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১২ মিনিট আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগে