গম্ভীর কি তাহলে হয়েই যাচ্ছেন ভারতের কোচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৮: ১৮
Thumbnail image

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তবে বিশ্বকাপ শেষেই যে রাহুল দ্রাবিড়ের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হবে, সেই ভাবনা তো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) রয়েছে। সে কারণে আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে রেখেছিল বিসিসিআই। ভারতের কোচ হতে এবার সাক্ষাৎকার দিয়েছেন গৌতম গম্ভীর। 

মুম্বাইয় বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) গতকাল মুম্বাইতে ভারতের পরবর্তী কোচ বেছে নিতে সাক্ষাৎকার নিয়েছে। অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। যাঁর ভারতের কোচ হওয়ার আগ্রহ অনেক আগে থেকেই। সুলক্ষণা নাইক, অশোক মালহোত্রা, জতিন পারাঞ্জাপে—সিএসির এই তিন সদস্যের কমিটি নিয়েছে সাক্ষাৎকার। কোচ হতে বিসিসিআইয়ের কাছে কত জন আবেদন করেছেন, তা এখনো জানা যায়নি। তবে গম্ভীর একাই শুধু সাক্ষাৎকার দেননি। ডব্লিউ ভি রামানেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রামান ২০১৮-এর ডিসেম্বর থেকে ২০২১-এর মে পর্যন্ত ভারতীয় নারী দলের কোচ ছিলেন। 

ভারতীয় দলকে কোচিং করানোর চেয়ে সম্মানজনক আর কিছু নেই—কদিন আগে আবুধাবিতে এমন কথা বলেছিলেন গম্ভীর। ভারতের সাবেক ক্রিকেটার তখন বলেছিলেন, ‘ভারতীয় দলকে কোচিং করাতে চাই। জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। আপনি বিশ্বজুড়ে ১৪০ কোটিরও বেশি ভারতীয়র প্রতিনিধিত্ব করেছেন। যখন আপনি ভারতের প্রতিনিধি, এর চেয়ে বড় কিছু আর কী হতে পারে। শুধু আমি একাই ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারব না। ১৪০ কোটি ভারতীয় মিলে বিশ্বকাপ জেতাবে। যদি সবাই আমাদের জন্য প্রার্থনা করে এবং আমরা খেলি, ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’ 

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের ভবিষ্যৎ প্রধান কোচের জন্য সাক্ষাৎকার চলবে আজও। একই সঙ্গে সিএসি সিনিয়র নির্বাচক বেছে নিতেও সাক্ষাৎকার নেবে। বিসিসিআই এটারও বিজ্ঞাপন দিয়ে রেখেছিল কদিন আগে। বিসিসিআইয়ের নর্থ জোন থেকে একজন নির্বাচক দরকার এবং তিনি আসবেন সলিল আঙ্কোলার পরিবর্তে। অজিত আগারের পর ওয়েস্ট জোন থেকে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী ছিলেন আঙ্কোলা।

২০১২, ২০১৪-এর পর এবার তৃতীয় আইপিএল শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর কলকাতার আইপিএল জয়ী দলে পরামর্শকের দায়িত্ব পালন করেন। পরামর্শক হলেও আদতে কোচের দায়িত্বই পালন করেছেন তিনি। এর আগে ২০২২, ২০২৩ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শকের দায়িত্বে ছিলেন গম্ভীর। টানা দুই  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত