Ajker Patrika

তাসকিনের বলে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ৪০
তাসকিনের বলে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

মিরপুর ইনডোর মাঠে ব্যক্তিগত অনুশীলনে তামিমকে বোলিং করছিলেন তাসকিন। কিন্তু এর মধ্যেই শর্ট লেন্থের একটি ডেলিভারি তামিমের হাতে এসে লাগে। সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে হাত ঝাঁকাতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। এগিয়ে যান তাসকিন ও ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। তামিম তর্জনী দেখাচ্ছিলেন তাঁদের। মনে হলো, ওই আঙুলে বেশ চোটই পেয়েছেন দেশসেরা ওপেনার। 

চোট পেয়ে ব্যাটিং ছেড়ে উঠে যান তামিম। নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। পরে তামিমকে আঙুলে ব্যান্ডেজ নিয়ে ইনডোর থেকে বের হতে দেখা যায়। তবে এখনই তাঁর অবস্থা সম্পর্কে কোনোকিছু বলতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগ। কিছুক্ষণ পর জানা যাবে চোটের ধরন। 

বিপিএলের ১০ম সংস্করণে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। ১-২ দিন পর থেকে অফিশিয়ালি অনুশীলন শুরু করার কথা তাদের। এবার তামিম খেলবেন বরিশালের হয়ে আর তাসকিন দুর্দান্ত ঢাকায়। 

প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে আজ অফিশিয়াল প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। কোচ সোহেল ইসলামের অধীনে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছেন সাকিব আল হাসানরা। 

বাবা আ হ ম মুস্তফা কামালকে নির্বাচিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল কাল দলের সঙ্গে বসবেন বৈঠকে। ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, ১৩ জানুয়ারি অনুশীলন শুরু করতে পারে তারা। জানা গেছে, ১২ বা ১৩ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করার কথা খুলনা টাইগার্সের। একই সময়ে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (পিকেএসপি) কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পিকেএসপির মাঠকে অনুশীলনের ভেন্যু হিসেবে ব্যবহার করবে সিলেট স্ট্রাইকার্সও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত