ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের হারের পরে সুপার টুয়েলভ থেকে বাদ পড়ার সম্ভাবনা জেগেছিল ভারতের। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালে উঠতে ভারতকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলের দিক। আজ নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বিরাট কোহলির দল।
৯ বছর পর কোনো আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বের আগেই ছিটকে গেল ভারত। ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপে আসা ভারত শেষ চারে উঠতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন কোহলিরা। বিশেষ করে পাকিস্তানি সমর্থকেরা রোহিত-কোহলিদের ট্রলে ভাসিয়ে দিচ্ছেন। এক সমর্থক লিখেছেন, ‘ভারতীয় দল এখন আনুষ্ঠানিকভাবে মুম্বাই বিমানবন্দরে পা রাখার যোগ্যতা অর্জন করেছে, অভিনন্দন ভারত।’
আরেক পাকিস্তানি সমর্থক লিখেছেন, ‘ভারত ও আফগানিস্তানের তল্পিতল্পা গোছানোর সময় হয়েছে।’ অন্য এক পাকিস্তানি সমর্থক ভারতের বিদায়কে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘সবাই শুধু মুম্বাই বিমানবন্দরের কথা বলছে কেন? ওখানে কী হয়েছে।’
কেউ আবার ভারতীয় দলকে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের ছবিও পোস্ট করেছেন। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ে রসিকতা করছেন কিছু ভারতীয় সমর্থকও। একজন তো কোহলির টুইট পরিমার্জিত করে তাঁর হয়ে লিখেছেন, ‘আগামীকাল বাড়ি ফিরছি। মন ভালো নেই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের হারের পরে সুপার টুয়েলভ থেকে বাদ পড়ার সম্ভাবনা জেগেছিল ভারতের। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালে উঠতে ভারতকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলের দিক। আজ নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বিরাট কোহলির দল।
৯ বছর পর কোনো আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বের আগেই ছিটকে গেল ভারত। ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপে আসা ভারত শেষ চারে উঠতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন কোহলিরা। বিশেষ করে পাকিস্তানি সমর্থকেরা রোহিত-কোহলিদের ট্রলে ভাসিয়ে দিচ্ছেন। এক সমর্থক লিখেছেন, ‘ভারতীয় দল এখন আনুষ্ঠানিকভাবে মুম্বাই বিমানবন্দরে পা রাখার যোগ্যতা অর্জন করেছে, অভিনন্দন ভারত।’
আরেক পাকিস্তানি সমর্থক লিখেছেন, ‘ভারত ও আফগানিস্তানের তল্পিতল্পা গোছানোর সময় হয়েছে।’ অন্য এক পাকিস্তানি সমর্থক ভারতের বিদায়কে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘সবাই শুধু মুম্বাই বিমানবন্দরের কথা বলছে কেন? ওখানে কী হয়েছে।’
কেউ আবার ভারতীয় দলকে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের ছবিও পোস্ট করেছেন। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ে রসিকতা করছেন কিছু ভারতীয় সমর্থকও। একজন তো কোহলির টুইট পরিমার্জিত করে তাঁর হয়ে লিখেছেন, ‘আগামীকাল বাড়ি ফিরছি। মন ভালো নেই।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে